shono
Advertisement

Breaking News

২০০০ টাকার নোটে নেই কেন বাংলার বাঘ, প্রশ্ন মমতার

অনিচ্ছাকৃত ভাবে এই ভুল হয়েছে বলে তিনি মনে করেন না৷ The post ২০০০ টাকার নোটে নেই কেন বাংলার বাঘ, প্রশ্ন মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM Nov 22, 2016Updated: 02:08 PM Nov 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতি আছে, ময়ূর আছে, পদ্মফুলও রয়েছে – শুধু নেই রয়্যাল বেঙ্গল টাইগার৷ নতুন ২০০০ টাকার নোটে বাংলার এই ঐতিহ্যের অনুপস্থিতি নিয়েই এবার প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

নতুন ২০০০ টাকার নোটে কী আছে আর কী নেই, তা নিয়ে বেশ কৌতুহল রয়েছে জনসাধারণের মধ্যে৷ এর সুরক্ষা ব্যবস্থা নিয়েও নানা মুনির নানা মত৷ তবে, মহার্ঘ্য এই নোটে ঠাঁই পায়নি বাংলার বাঘ৷ এর কারণই জানতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনিচ্ছাকৃতভাবে এই ভুল হয়েছে বলে তিনি মনে করেন না৷

জাতীয় ঐতিহ্য হিসেবে হাতির ছবি নতুন ২০০০ টাকার নোটে রাখা হয়েছে, তাতে মমতার কোনও আপত্তি নেই৷ তাঁর প্রশ্ন, তাহলে জাতীয় পশু হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি কেন রাখা হল না?  মুখ্যমন্ত্রীর অভিযোগ, সরকার যা চাইছে তাই করছে৷ ব্রিকস সম্মেলনের প্রতীক পর্যন্ত পদ্মফুল করে দেওয়া হয়েছে৷

ইতিমধ্যেই নোট বাতিলের জেরে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলনে সব দলকে পাশে দাঁড়ানোর ডাকও দিয়েছেন৷ ২৩-২৬ নভেম্বর রাজ্য জুড়ে, তারপর দেশ জুড়ে আন্দোলনে নামবেন মমতা৷ ধরনায় বসবেন দিল্লির যন্তরমন্তরের সামনেও৷

The post ২০০০ টাকার নোটে নেই কেন বাংলার বাঘ, প্রশ্ন মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement