shono
Advertisement

৫০০ টাকার নোটেও বাংলাকে বঞ্চনা, মোদিকে ফের তোপ মমতার

মানুষ কি প্লাস্টিক খাবে, মোদিকে আক্রমণ মমতার৷ The post ৫০০ টাকার নোটেও বাংলাকে বঞ্চনা, মোদিকে ফের তোপ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:59 PM Nov 19, 2016Updated: 02:29 PM Nov 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের জোরাল আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার রিজার্ভ ব্যাঙ্কের কলকাতা শাখায় যান মমতা৷ খোঁজ নেন, সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত টাকা রয়েছে কি না! আরবিআই কর্তাদের সঙ্গে এদিন কথাও বলেন মমতা৷ জানতে চান, কলকাতায় কেন ৫০০ টাকার নোট এখনও আসেনি৷ মমতার অভিযোগ, ১০০ টাকা, ৫০ টাকা ও ১০ টাকারও পর্যাপ্ত নোট বাংলায় নেই৷ রিজার্ভ ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে কথাবার্তা শেষে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী৷ বলেন, কেন্দ্রের নির্দেশের সঙ্গে ব্যাঙ্কগুলির বক্তব্য মিলছে না৷ ব্যাঙ্কে গেলে ২ হাজার টাকার বেশি কোনওভাবেই মিলছে না৷ ব্যাঙ্কের তরফে জানানো হচ্ছে, টাকা নেই৷ সবাইকে দিতে হবে! এই প্রসঙ্গেই রিজার্ভ ব্যাঙ্কের কলকাতা শাখার এক আধিকারিককে মুখ্যমন্ত্রীকে কার্যত ভর্ৎসনা করেন৷ বলেন, “আপনরা জানেনই না, রাজ্যের কোন ব্যাঙ্কের অবস্থা ঠিক কী রকম৷ আপনারা ৫০০ টাকার নোট আসবে আসবে করছেন, কিন্তু আমি জানি আজ এখনও পর্যন্ত একটা নোটও মানুষ পাননি৷” ব্যাঙ্কগুলিতে কত টাকা রয়েছে, টাকার চাহিদা কত- এই সব তথ্যের উপযুক্ত পরিসংখ্যান না দিলে তিনি রিজার্ভ ব্যাঙ্কের সামনেই অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা৷ ১০ টাকার কয়েন চালু রয়েছে, এই বিষয়ে জোরদার প্রচার চালানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

জননেত্রীর প্রশ্ন, “মানুষ কি প্লাস্টিক খেয়ে বেঁচে থাকবে?” হাতে কালি লাগানো সত্ত্বেও মানুষ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন মমতা৷ স্বভাবতই প্রশ্ন উঠছে নতুন পাঁচশো টাকার নোট কবে আসবে৷ শনিবার ব্যাঙ্ক খোলা থাকলেও যথারীতি মানুষের লাইন চোখে পড়েছে৷ টাকা তোলার লাইন বেশি, জমা দেওয়ার লাইনও নেহাত কম নয়৷ চেক দিয়ে টাকা তোলার হিড়িক যেমন রয়েছে তেমনি পুরনো বাতিল নোট জমা দিচ্ছেন প্রবীণ গ্রাহকরা৷ কিন্তু সংকটের মূলে সেই টাকার জোগান৷ ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত টাকার জোগান নেই৷ ফলে ভোগান্তি চলছেই৷ হাজার টাকার নোট এখনই মিলবে না৷ ব্যাঙ্ক থেকে শুধুমাত্র মিলছে দু’হাজার ও একশো টাকার নোট৷ তবে একশোর নোটে যে ঘাটতি রয়েছে সে কথা মেনে নিচ্ছেন বহু ব্যাঙ্ক কর্মীই৷ আবার দু’হাজার টাকার নোট ব্যাঙ্ক থেকে পাওয়া গেলেও বাজারে-দোকানে তা কোনওভাবেই ভাঙাতে পারছেন না সাধারণ মানুষ৷ স্বভাবতই ১০০-র নোটের চাহিদা তুঙ্গে৷ মমতা এদিন অভিযোগ তুলেছেন, বাংলার গ্রামগুলিতে ছোট শিল্প মার খাচ্ছে৷ মোদির তুঘলকি শাসন তিনি মানেন না বলে এদিনও কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ জারি রাখলেন মমতা৷ ১০০ দিনের কাজের শ্রমিকরা টাকা পাচ্ছেন না বলেও অভিযোগ তুলেছেন মমতা৷ তিনি বলেন, “প্লাস্টিক মানি কতজনের কাছে আছে? যাদের কাছে কার্ড নেই, তাঁরা কি না খেতে পেয়ে মরবেন? খেতে পাবে শুধু আরএসএস কর্মীরা?” নোট বাতিলের ফলে দেশের জিডিপির দৈনিক ২৫০০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলেও সরব হয়েছেন মমতা৷ নোট বাতিলের পর ১১ দিন কেটে গেলেও মানুষের দুর্দশা ঘোচেনি বলে এদিন জানিয়েছেন মমতা৷

দেখুন ভিডিও:

. @MamataOfficial outside RBI office at Kolkata pic.twitter.com/Hu09A8dTdC

— AITC (@AITCofficial) November 19, 2016

The post ৫০০ টাকার নোটেও বাংলাকে বঞ্চনা, মোদিকে ফের তোপ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement