shono
Advertisement

Breaking News

বর্ধমান থেকে ফেরার পথে বিপত্তি, গাড়ির ঝাঁকুনিতে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী

আবহাওয়া খারাপ থাকায় তিনি সড়কপথে ফেরার সিদ্ধান্ত নেন। গোদা বালির মাঠে তাঁর সভাস্থল থেকেই গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী। মাঠ থেকে গাড়িটি রাস্তায় ওঠার সময় ঝাঁকুনি হয়। তাতে উইন্ড স্ক্রিনে ধাক্কা লেগে কপালে আঘাত পান তিনি।
Posted: 03:02 PM Jan 24, 2024Updated: 05:41 PM Jan 24, 2024

সৌরভ মাঝি, বর্ধমান: ফের জেলা সফরে গিয়ে আহত হলেন মুখ্যমন্ত্রী। বুধবার কলকাতা থেকে চপারে বর্ধমান (Burdwan) গেলেও, ফেরার পথে আবহাওয়া খারাপ থাকায় চপার নয়, গাড়িতেই ফেরার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেইমতো সভাস্থল থেকে গাড়িতে ওঠার পরই তা রাস্তায় উঠতে গিয়ে ঝাঁকুনি (Jerk) হয়। সামনের আসনে বসা মুখ্যমন্ত্রীর কপালে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছুটে যান। সামাল দেওয়া হয় পরিস্থিতি। সূত্রের খবর, আপাতত তাঁর বিশেষ আঘাত নেই। 

Advertisement

কপালে আঘাত লাগার পর গাড়িতে উঠে চলে গেলেন। নিজস্ব চিত্র।

বুধবার বর্ধমানে প্রশাসনিক কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। কলকাতা (Kolkata) থেকে চপারে সেখানে গেলেও দুপুরের পর থেকে আবহাওয়ার অবনতি হওয়ায় তিনি সিদ্ধান্ত নেন, চপার নয়, গাড়িতে সড়কপথে ফিরবেন।  সেইমতো গোদা বালির মাঠে তাঁর সভাস্থল থেকেই গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী। মাঠ থেকে গাড়িটি রাস্তায় ওঠার সময় ঝাঁকুনি হয়। তাতে উইন্ড স্ক্রিনে ধাক্কা লেগে কপালে আঘাত পান তিনি। কলকাতায় ফিরে চিকিৎসকদের পরামর্শ নেবেন বলে মনে করা হচ্ছে।

[আরও পডুন: রামমন্দিরের আশপাশে গড়ে উঠছে ১৩টি মন্দির, প্রকাশ্যে রামলালার আরও এক বিগ্রহ]

২০২৩ সালে পঞ্চায়েত ভোটপ্রচারে (Panchayat Election 2023 জলপাইগুড়ি গিয়েছিলেন তৃণমূল নেত্রী। ক্রান্তিতে জনসভা সেরে বাগডোগরা হয়ে কলকাতা ফেরার কথা ছিল তাঁর। কিন্তু বাগডোগরা পৌঁছনোর আগেই দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। আচমকা জোরে জোরে ঝাঁকুনি শুরু হয়। যার জেরে পা ও কোমরে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ অনেকদিন বিশ্রাম নিতে হয়েছিল তাঁকে। 

[আরও পড়ুন: ‘মমতাকে ছাড়া জোট ভাবাই যায় না’, ক্ষুব্ধ তৃণমূল নেত্রীকে ফের বন্ধুত্বের বার্তা কংগ্রেসের]

এবারও আবহাওয়া বেগতিক বুঝে চপারে ওঠেননি তিনি। গাড়িতে ফিরছিলেন। কিন্তু সেখানেও আঘাত পেলেন।  যদিও পরিস্থিতি খুব একটা উদ্বেগজনক নয় বলেই জানা যাচ্ছে। এদিকে, তৃণমূল নেত্রীর আহত হওয়ার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ X হ্যান্ডলে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার