shono
Advertisement

Mamata Banerjee: ‘BJP হিরো হয়ে গিয়েছে, জিরো করতে চাই’, নীতীশ-তেজস্বীর সঙ্গে বৈঠকের পর চ্যালেঞ্জ মমতার

নবান্নে বসে বিজেপি বিরোধী ঐক্যে শান মমতা-নীতীশ-তেজস্বীর।
Posted: 03:26 PM Apr 24, 2023Updated: 04:06 PM Apr 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্নে বসে বিজেপি (BJP) বিরোধী ঐক্যে শান মমতা-নীতীশ-তেজস্বীর। বৈঠকের পর তাঁদের সম্মিলিত বার্তা, “বিজেপি ইতিহাস বদলে দিচ্ছে। দেশের জন্য় কোনও কাজ করছে না। তাই তাদের শূন্য করতে হবে। আর এই লক্ষ্য়পূরণের জন্য সমস্ত বিরোধী দলকে একসঙ্গে লড়াই করতে হবে। লোকসভা ভোটের আগে থেকে প্রস্তুতি নিতে হবে।” জয়প্রকাশ নারায়ণের বিরোধী ঐক্যের স্মৃতি উসকে বিহারের মাটি থেকেই এবার মহাজোটের পথচলা শুরু করার কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। সবাই মিলে বসে লড়াইয়ের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। তৃণমূল সুপ্রিমোর চ্যালেঞ্জ, ‘বিজেপি হিরো হয়ে গিয়েছে, জিরো করতে চাই।’

Advertisement

এদিন দমদম বিমানবন্দর থেকে সরাসরি নবান্নে আসেন জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর সঙ্গে ছিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। নবান্নে তিনজনের মধ্য়ে বৈঠক হয়। রাজনৈতিক আলোচনার পাশাপাশি বাংলার উন্নয়ন নিয়েও কথা হয়। এ রাজ্যের উন্নয়নের ঢালাও প্রশংসা করেন বিহারের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বাংলায় সবকিছু কত ভাল হয়েছে। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কত উন্নয়ন করেছেন।”

[আরও পড়ুন: পুর-দুর্নীতিতে CBI তদন্ত: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য]

এরপরই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। নীতীশ কুমারের কথায়, “য়াদের উপর দেশ চালানোর ভার রয়েছে তাঁরা দেশের স্বার্থে কিছুই করছে না। শুধুমাত্র নিজেদের স্বার্থে কাজ করছে।” একই সুর শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোর গলাতেও। তাঁর কথায়, “বিজেপি শুধু গুন্ডাগিরি করছে, নিজেদের তৈরি করে দেওয়া মত প্রচার করছে। ভুয়ো ভিডিও ছড়িয়ে দিচ্ছে।

 

২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে হারাতে বিরোধী জোটের প্রয়োজনের কথা স্বীকার করে নিয়েছেন মমতা-নীতীশ। এ জন্য় বিরোধী নেতাদের সঙ্গে কথা বলবেন দুজনেই। এ বিষয়ে কেউ যেন অহংবোধ নিজেদের মধ্য়ে না রাখেন তার আরজি জানিয়েছেন মমতা। তবে কী ফমুর্লায় বিরোধী জোট হবে, তা এখনও স্পষ্ট নয়। সকলে মিলে বসেই এই রোডম্যাপ তৈরি করবেন বলে জানিয়ে দিয়েছেন মমতা-নীতীশ।

[আরও পড়ুন: কাশ্মীরে সেনার ট্রাকে হামলা: নাশকতা চালায় সীমান্ত ডিঙিয়ে আসা পাক জঙ্গিরা, আটক আরও ৪]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement