সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ বাইশে শ্রাবণ। প্রয়াণ দিবসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লিখলেন, "তিনিই আমাদের দিকনির্দেশক।"
বুধবার সকালে এক্স হ্যান্ডেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, "বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বছরের প্রতিটা দিনে, প্রতিটি মূহূর্তে তিনি আমাদের ঘিরে রয়েছেন। ওঁনার আদর্শই আমাদের পাথেয়। তিনিই আমাদের দিক্নির্দেশক।" বিশ্বকবির প্রয়াণদিবস উপলক্ষ্যে এদিন বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
[আরও পড়ুন: সেনাশাসন নয়, ‘দেশ গড়তে’ ইউনুসকেই চাইছে বাংলাদেশের আন্দোলনকারীরা]
শান্তিনিকেতনে ২২ শ্রাবণ। ছবি: দেব গোস্বামী।
উল্লেখ্য, এদিন যথাযথ মর্যাদায় শান্তিনিকেতনে ২২ শ্রাবণ পালন করা হয়। ভোর ৫টা থেকেই গৌরপ্রাঙ্গণে বৈতালিক, উপাসনা গৃহে মন্দির, উদয়ন বাড়িতে পুষ্পপ্রদান করা হয়। বিকেল ৪টেয় বাংলাদেশে বৃক্ষ রোপনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য পুরনো মেলার মাঠে অনুষ্ঠান স্থানান্তরিত করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সন্ধ্যায় স্মরণ অনুষ্ঠান রয়েছে লিপিকা প্রেক্ষাগৃহে। ২২ থেকে ৩০শে শ্রাবণ বিশ্বভারতীর কর্মীমণ্ডলীর পক্ষ থেকে বৃক্ষরোপণ, হলকর্ষণ, রবীন্দ্রসপ্তাহ, স্বাধীনতা দিবস, বর্ষামঙ্গল উপলক্ষে রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজের জীবনকালেও রবীন্দ্রনাথ বহুবার পালন করেছেন বৃক্ষরোপণ উৎসব। ১৩৪৯ বঙ্গাব্দ থেকেই বাইশে শ্রাবণ দিনটিতেই বৃক্ষরোপণ উৎসব পালন করে আসছে শান্তিনিকেতন। এবারেও আচার অনুষ্ঠানের মধ্য দিয়েই বৃক্ষচারা রোপিত হবে পুরনো মেলার মাঠ চত্বরে।