shono
Advertisement

রচনার ‘দিদি নম্বর ১’-এ বাংলার দিদি মমতা! প্রথমবার রিয়ালিটি শোয়ে মুখ্যমন্ত্রী?

রটনা, আগামী ২১ ফেব্রুয়ারি রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত শোয়ের সেটে যেতে পারেন মুখ্যমন্ত্রী। যদি এই খবর সত্যি হয় তাহলে এই প্রথমবার কোনও রিয়ালিটি শোয়ে দেখা যাবে তাঁকে।  মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই এপিসোডে ডোনা গঙ্গোপাধ্যায়কেও নাকি দেখা যেতে পারে। 
Posted: 10:48 AM Feb 18, 2024Updated: 01:41 PM Feb 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দিদি নম্বর ১’ শোয়ে দেখা যেতে পারে বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এমনই খবর শোনা যাচ্ছে। রটনা, আগামী ২১ ফেব্রুয়ারি রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত শোয়ের সেটে যেতে পারেন মুখ্যমন্ত্রী। যদি এই খবর সত্যি হয় তাহলে এই প্রথমবার কোনও রিয়ালিটি শোয়ে দেখা যাবে তাঁকে।  মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই এপিসোডে ডোনা গঙ্গোপাধ্যায়কেও নাকি দেখা যেতে পারে। 

Advertisement

গত মাসে আচমকাই নবান্নে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee)। তার পরই প্রশ্ন ওঠে, তাহলে কি এবার রাজনীতিতে পা রাখছেন ছোটপর্দার ‘দিদি নম্বর ১’? তবে সেই জল্পনাকে উড়িয়ে রচনা জানিয়েছিলেন, “দিদি নম্বর ১ নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন।” দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছিল বলেই খবর।

[আরও পড়ুন: ভুল চিকিৎসা নয়, বিরল রোগ প্রাণ কেড়েছে ‘দঙ্গল’ খ্যাত সুহানির! কী জানাল পরিবার?]

এবার গুঞ্জন, আগামী ২১ তারিখ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে ‘দিদি নম্বর ১’ শোয়ের সেটে যেতে পারেন মুখ্যমন্ত্রী। আর সেই কথা মাথায় রেখেই আজ অর্থাৎ রবিবার নিরাপত্তা সংক্রান্ত একটি মিটিং ডেকেছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি। সোমবার অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজো মিটিং ডাকা হয়েছে বলেও খবর।

উল্লেখ্য, ‘দিদি নম্বর ১’ মানেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাণখোলা হাসি ও প্রতিযোগীদের সঙ্গে জমজমাট আড্ডা ছোটপর্দার দর্শকদের মুগ্ধ করে। তাইতো এত বছর ধরে শোয়ের জনপ্রিয়তা অক্ষুন্ন রয়েছে। সেই শোয়ে যদি এবার বাংলার দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, তা অবশ্যই দর্শকদের কাছে বড় আকর্ষণ হতে চলেছে।

[আরও পড়ুন: ১৮-২৪ ফেব্রুয়ারির Horoscope: কোন রাশির ধনস্থান শুভ? কারা থাকবেন সাবধান? জেনে নিন রাশিফল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার