shono
Advertisement

Breaking News

কোথাকার শাড়ি পরেন? কৃষ্ণনগরের সভা থেকে খোলসা করলেন মমতা

মসলিন তীর্থ গড়ে ওঠার নেপথ্য কাহিনিও জানালেন মমতা।
Posted: 02:10 PM Feb 01, 2024Updated: 03:42 PM Feb 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে সরু পাড়ের সাদা শাড়ি। পায়ে হাওয়াই চটি। এটাই তাঁর ফ্যাশন স্টেটমেন্ট। কোন তাঁতশিল্পীরা তাঁর শাড়ি তৈরি করেন, কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে নিজেই সেকথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

Advertisement

বৃহস্পতিবারের সভামঞ্চ থেকে মমতা বলেন, “আমি গর্বিত নদিয়ার তাঁতশিল্পীদের জন্য। আমার সব শাড়ি নদিয়ার। ডিজাইন আমি হাতে এঁকে দিই। তাঁতশিল্পীরা তৈরি করেন। কখনও ধনেখালি, কখনও নদিয়ার শাড়ি পরি। এর কোনও তুলনা আছে?” ক্ষমতায় আসার পর নদিয়ায় মসলিন তীর্থ, তাঁত তীর্থও গড়ে তোলেন মমতা। মসলিন তীর্থ তৈরির ইতিহাসও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি যখন ক্ষমতায় আসি তখন ৬ জন মসলিন তাঁতি বেঁচে আছেন। তাঁদের দিয়ে ৬০ জনকে প্রশিক্ষণ দিলাম। তৈরি করলাম মসলিন তীর্থ।”

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ২ কোটি বাড়ি, বাজেটে বড় ঘোষণা নির্মলার]

নদিয়ার মসলিন, সিল্ক, তাঁত অত্যন্ত বিখ্যাত। এই শাড়িগুলি বিশ্ববাংলা, বাংলার শাড়ি, তন্তুজ ও মঞ্জুষার স্টোরগুলিতে বিক্রির ব্যবস্থা করার সুযোগ করে দেওয়ার কথা বলেন মমতা। এছাড়া জেলাশাসককে তিনি কৃষ্ণনগর ও রানাঘাটে বিগ বাজার তৈরির ব্যবস্থা করার নির্দেশ দেন। যাতে পর্যটকরা জেলার হস্তশিল্পী, তাঁতিদের নিজে হাতে তৈরি জিনিসপত্র কিনতে পারেন, তার ব্যবস্থা করতে বলেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসা পাবেন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা, ঘোষণা নির্মলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার