shono
Advertisement

নেতাজির ‘মৃত্যুদিন’নিয়ে টুইট ভুল না পূর্ব পরিকল্পিত, সরব মমতা

মোদি সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সমস্ত রাজ্যগুলিকে প্রতিবাদে একজোট হওয়ারও ডাক দেন মমতা৷ The post নেতাজির ‘মৃত্যুদিন’ নিয়ে টুইট ভুল না পূর্ব পরিকল্পিত, সরব মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:12 AM Aug 21, 2016Updated: 12:48 PM Jul 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজির অন্তর্ধান রহস্য আজও উদ্ঘাটিত হয়নি৷ কেন্দ্রের তরফে দফায় দফায় বিভিন্ন ফাইল প্রকাশ করে তার কিনার করার একটা প্রয়াস দেখা দিয়েছে৷ অথচ খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইট করেছিলেন নেতাজির মৃত্যুবার্ষিকী নিয়ে৷ আর এতে ভয়ানক ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার তিনি এ নিয়ে প্রশ্নও তুললেন৷ এ কাজ নেহাতই ভুল নাকি পরিকল্পনামাফিক করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি৷

Advertisement

বরাবরই মোদি সরকারের কাজকর্ম দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ এদিনও কেন্দ্র সরকারের তুমুল সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্র সরকার নেহাত প্রচার নির্ভর কাজ করছে বলে অভিযোগ করে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় ভাষণ দিয়ে কাজের কাজ কিছু হবে না৷ দেশ গঠনের কী হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ বিজেপিকে একটি  হাই টেক পাবলিসিটি নির্ভর দল হিসেবেও আখ্যা দেন তিনি৷ দেশের শিল্পের বেহাল অবস্থা নিয়েও কেন্দ্র সরকারকে দোষ দেন তিনি৷ জানান, কখনও সিবিআই, কখনও সিআইডি-র মতো বিভিন্ন এজেন্সির কার্যকলাপের দরুণ দেশ থেকে মুখ ফেরাচ্ছেন শিল্পপতিরা৷

এদিন মোদিকেও একহাত নেন মুখ্যমন্ত্রী৷ জানান, এরকম উদ্ধত সরকার তিনি আগে দেখেননি৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিতেই যে কেন্দ্র একরকম একনায়কতন্ত্র চালাচ্ছে সে অভিযোগ তুলে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী৷ ফলে দেশ নতুন করে স্বাধীনতা হারাচ্ছেও বলে অভিযোগ তাঁর৷ তাঁর মতে রাজ্যগুলি শক্তি পেলেই শক্তিশালী হবে কেন্দ্র৷ মোদি সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সমস্ত রাজ্যগুলিকে প্রতিবাদে একজোট হওয়ারও ডাক দেন তিনি৷

The post নেতাজির ‘মৃত্যুদিন’ নিয়ে টুইট ভুল না পূর্ব পরিকল্পিত, সরব মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement