ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই জটিলতা বাড়ছে বিরোধী জোটে। এবার ইন্ডিয়া জোট নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “সিপিএম জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে। অসম্মান সত্ত্বেও জোটের বৈঠকে যাই।”
সোমবার সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল সভানেত্রী। মিছিল শেষে পার্ক সার্কাসে বক্তব্য রাখেন মমতা। সেখান থেকেই সিপিএমকে নিশানা করেন। বলেন,”বাংলায় ইন্ডিয়া জোটের মিটিং করছে। এই নাম আমরা দিলাম। যেখানে যাই সেখানে দেখি, সিপিএম মিটিং কন্ট্রোল করে। যে দলের সঙ্গে ৩৪ বছরের লড়াই তাঁদের কথা শুনব?” এর পর আসনরফা নিয়েও তোপ দাগেন।
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির, কী জবাব দিলেন মোদি?]
তৃণমূল সুপ্রিমোর কথায়, “আমি বলেছিলাম ৩০০ আসনে লড়াই হোক। তার পর বাকিদের সাহায্য করে দেব। কিন্তু আসন নিয়ে আমাদের কথা শোনা হয় না। তবু চেষ্টা করি ইন্ডিয়া মিটিংয়ে যেতে। অসম্মান সত্ত্বেও জোটের বৈঠকে যাই।” আচমকা জোট নিয়ে তৃণমূল সভানেত্রীর প্রতিক্রিয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ, জোটের অন্যতম পুরোধা কংগ্রেস বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া-য় চেয়েছেন। আসনরফার ক্ষেত্রে তাঁকে গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। এর মাঝেই এহেন প্রতিক্রিয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।