সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার মধ্যরাতে রাজভবনের তরফে জোড়া পত্রবোমায় শুরু হয় জোর জল্পনা। মুখবন্ধ খামের সেই চিঠিতে কী লেখা ছিল, তা নিয়েই বাড়ছিল রহস্য। এবার সেই গোপন তথ্য ফাঁস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সাংবাদিক বৈঠকে মমতা জানান, মঙ্গলবার স্পেন উড়ে যাচ্ছেন তিনি। সেই সফরের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর কিছুই সেখানে লেখা নেই বলেই জানান মুখ্যমন্ত্রী। সাংবাদিকরা পালটা প্রশ্ন করেন যে সেই চিঠিতে ঠিক কী লেখা আছে, তা প্রকাশ্যে আনা সম্ভব কি না। তাতে রাজ্যের প্রশাসনিক প্রধানের সাফ উত্তর, “আমাকে পাঠানো ব্যক্তিগত চিঠি আমি সকলের সামনে প্রকাশ করব কেন? আমি বাইরে যাচ্ছি। স্পেন সফরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আর কিছু না।”
[আরও পড়ুন: নিম্ন আদালতে কেন রিপোর্ট? কুন্তল ঘোষের চিঠি মামলায় হাই কোর্টের দ্বারস্থ সিবিআই]
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে তুঙ্গে উঠেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরোধ। সেই জের টেনেই গত শনিবার দুপুরে রাজ্যপাল হুঙ্কার দিয়ে বলেছিলেন, “মধ্যরাত পর্যন্ত দেখতে থাকুন কী করতে চলেছি।” তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল বিভিন্ন মহলে। কী পদক্ষেপ করতে চলেছেন সিভি আনন্দ বোস! পালটা কটাক্ষ শানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রীও। এরপর মাঝরাতে রাজভবনের জোড়া পত্রবোমায় শোরগোল পড়ে যায়। মুখবন্ধ খামে একটি চিঠি পৌঁছে গিয়েছিল নবান্নে, অন্যটি দিল্লিতে। কিন্তু সেখানে কী আছে, তা স্পষ্ট জানা যায়নি। এ নিয়ে ধোঁয়াশা জারি রেখে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, বিদেশে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে তিনি উদ্বেগে ফেলতে চান না। তিনি ফিরে এলে আলোচনা করা যাবে। তবে এদিন উপাচার্য নিয়োগ প্রসঙ্গে মমতা আলোচনার বার্তা দেন রাজ্যপালকে। বলে দেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।
পত্রবোমা ইস্যুতে একেবারে শান্তভাবেই জবাব দিলেন মমতা। রাজ্য-রাজ্যপাল সংঘাতে ইতি টানতেই কি এহেন পদক্ষেপ? জোর জল্পনা রাজনৈতিক মহলে।