সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ পদ খুইয়েছেন। তবে আইনি লড়াই চলছে। এই পরিস্থিতিতে দল যে মহুয়া মৈত্রের পাশে আছে, তা আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, মানুষের ভোটে মহুয়া আবার জিতবে। যা থেকে এটা কার্যত স্পষ্ট হয়ে গেল যে এবারও লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে মহুয়াকেই টিকিট দিচ্ছে তৃণমূল।
বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পরিষেবা কর্মসূচি ছিল। সেই মঞ্চে হাজির ছিলেন নদিয়ার জেলা তৃণমূল সভাপতি মহুয়া মৈত্র। তাঁর সাংসদ পদ খারিজ নিয়ে এদিন ফের একবার বিজেপিকে নিশানা করেন মমতা। তাঁর কথায়, মহুয়াকে ওরা তাড়িয়েছে। কেন? মহুয়া মানুষের কথা বলছিল। এর পরই নাম না করে বিজেপিকে তাঁর চ্যালেঞ্জ, তোমরা মহুয়াকে তাড়িয়ে দিতে পারো। কিন্তু মহুয়া মানুষের ভোটে আবার জিতবে। তবে এই প্রথম নয়, যেদিন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদের পদ খারিজ হয়, সেদিনও মহুয়ার পাশে দাঁড়িয়েছিলেন মমতা। বলেছিলেন, “দল মহুয়ার পাশে আছে। বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আরও এক বার প্রমাণিত হল।” এবার মহুয়ার জেলায় দাঁড়িয়ে মমতা বুঝিয়ে দিলেন দল প্রাক্তন সাংসদের পাশেই আছে।
[আরও পড়ুন: বাজেটে কমল তফসিলি জাতি, উপজাতি সংখ্যালঘুদের বরাদ্দ, কাটছাঁট শিক্ষা ও স্বাস্থ্য খাতেও]
প্রসঙ্গত, লোকসভায় (Lok Sabha) টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এথিক্স কমিটির প্রস্তাব মেনে তৃণমূলের সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এমনকী আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি তাঁকে। এর পরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া। সেই মামলা এখনও বিচারাধীন। এর মধ্যেই লোকসভা ভোটের আগে মহুয়ার পাশে থাকার বার্তা দিলেন দলনেত্রী।