shono
Advertisement

ফের ঐক্যবদ্ধ অবিজেপি জোট? হেমন্ত সোরেনের শপথে যোগ দিতে রাঁচি গেলেন মমতা

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত প্রণব মুখোপাধ্যায়, অবিজেপি নেতানেত্রীরা। The post ফের ঐক্যবদ্ধ অবিজেপি জোট? হেমন্ত সোরেনের শপথে যোগ দিতে রাঁচি গেলেন মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:56 PM Dec 28, 2019Updated: 05:33 PM Dec 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াই কঠিন ছিল। কিন্তু গেরুয়া শিবিরের প্রবল দাপটকে হারিয়ে আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ভূমিপুত্র হেমন্ত সোরেন। রবিবার তিনি দেশের কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন কারা, সেই অতিথি তালিকা নিয়ে এখন থেকেই বেশ গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

Advertisement

গত ২৩ তারিখ ঝাড়খণ্ডে কংগ্রেস, জেএমএম, আরডেজি জোটের জয়ের রাস্তা প্রশস্ত হতেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্তকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রবিবার হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজই রাঁচি রওনা হয়েছেন তিনি। মমতার পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বিভিন্ন অবিজেপি দলের নেতাদেরও। সূত্রের খবর, আমন্ত্রণপত্র পৌঁছেছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধীর কাছে। পাশাপাশি হেমন্ত তাঁর শপথ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এনসিপি নেতা শরদ পওয়ার, বিএসপি নেত্রী মায়াবতী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থান ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীদের। রবিবার রাঁচিতে কারা এসে হাজির হবেন, তা অবশ্য এখনই বলা যাচ্ছে না। মায়াবতী, প্রিয়াঙ্কা গান্ধীদের উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও প্রণব মুখোপাধ্যায় হাজির থাকবেন বলেই এখনও সূত্রের খবর।

[আরও পড়ুন: ‘অসমের সংস্কৃতি-ঐতিহ্যকে ধ্বংস করতে দেব না’, বিজেপিকে বার্তা রাহুলের]

তবে রবিবার হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠান অন্যদিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। ২৩ তারিখ ঝাড়খণ্ড বিধানসভার ফলাফল প্রকাশিত হতেই সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলিকে এক সারিতে এনে প্রতিবাদে আরও শান দিতে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি পাঠিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তখনই বোঝা গিয়েছিল, বিজেপি বিরোধী আন্দোলনে ফের প্রথম সারিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এখন রাঁচিতে হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানের মঞ্চ CAA-NRC বিরোধী আন্দোলনকে জোরদার করার একটা সুযোগ। সেই সুযোগ হয়ত হাতছাড়া করতে চাইবেন না বিজেপি বিরোধী কোনও দলই। তাই মমতার আহ্বানে সাড়া দিয়ে শরদ পওয়ার কিংবা সোনিয়া-রাহুলের উপস্থিতি বাড়তি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে, রাজ্যের প্রশাসক হিসেবে প্রথম কুর্সিতে বসে দেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীও নিজের কাজকর্মের রূপরেখা সহজে স্থির করতে পারবেন বলেও আশা অনেকের। সেসব দিক থেকেই আগামিকাল রাঁচির শপথ মঞ্চের দিকে তাকিয়ে জাতীয় রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: ফেজটুপি-হিজাব পরে গাইলেন ক্যারল, CAA বিরোধিতায় অভিনব প্রতিবাদ তরুণ প্রজন্মের]

The post ফের ঐক্যবদ্ধ অবিজেপি জোট? হেমন্ত সোরেনের শপথে যোগ দিতে রাঁচি গেলেন মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement