সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) তোড়জোড়, অন্যদিকে বছর ঘুরলেই লোকসভা ভোটের (Lok Sabha Election) দামামা বেজে যাবে। আর সেই লড়াইয়ের প্রস্তুতি স্বাভাবিকভাবেই আরও কঠিন, আরও গুরুত্বপূর্ণ। কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে বিরোধীদের একজোট করার যে সলতে পাকানোর কাজ সেই ২০১৯ থেকে শুরু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেই কাজই এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী জেডি(ইউ) নেতা নীতীশ কুমার। শুক্রবার পাটনায় তিনি বিরোধী বৈঠকের ডাক দিয়েছেন তিনি। আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার পাটনা পৌঁছলেন তৃণমূল নেত্রী। আর সেখানে পৌঁছেই তিনি চলে গেলেন আরেক বিরোধী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বাড়ি। আর সেখান থেকেই বাতলে দিলেন লোকসভা ভোটে লড়াইয়ের ফর্মুলা – ১:১। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে সম্মিলিত বিরোধী জোটের লড়াই।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ পাটনা পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম চলে যান লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) বাড়িতে। সেখানে তাঁদের স্বাগত জানান বিহারের উপ-মুখ্যমন্ত্রী, লালুপুত্র তেজস্বী যাদব। সঙ্গে ছিলেন রাবড়ি দেবীও। তিনজনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। বর্ষীয়ান রাজনীতিক লালুপ্রসাদ যাদবের পা ছুঁয়ে প্রণাম করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এখান থেকে তাঁদের জন্য নিয়ে যাওয়া উপহার একে একে তুলে দেন লালুপ্রসাদ, রাবড়ি দেবী ও তেজস্বীর হাতে। তাঁরাও পালটা উপহার দেন মমতা, অভিষেককে। বেশ কিছুক্ষণ লালুপ্রসাদ ও তেজস্বীর সঙ্গে কথাবার্তা বলেন তৃণমূল (TMC) সুপ্রিমো।
[আরও পড়ুন: ভরতি নিয়ে আলোচনার মাঝে আক্রমণ! অভিভাবকদের পাথরের ঘায়ে মাথা ফাটল প্রধান শিক্ষকের]
বেরনোর সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”অনেকদিন পর লালুপ্রসাদজির সঙ্গে দেখা হয়ে খুবই ভাল লাগছে। উনি অনেক দিনের রাজনীতিক। মাঝে তাঁকে জেলে যেতে হয়েছিল। শরীর খুব অসুস্থ ছিল। আজ এসে দেখলাম, ওঁর শরীর অনেকটা ভাল। আমার মনে হয়, বিজেপি বিরোধী লড়াইয়ে এখনও লালুজি অনেক বেশি দাপট নিয়ে লড়বেন। তেজস্বী, রাবড়ি দেবীর সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগল।” চব্বিশে লোকসভার লড়াই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”বৈঠক তো শুক্রবার। বিরোধীরা সবাই মিলে বসে সব ঠিক করা হবে। ওয়ান ইজ টু ওয়ান ফর্মুলায় লড়াই হবে। সকলের সঙ্গে কথা বলে নীতি নির্ধারণ হবে।” এরপর পাটনা সার্কিট হাউসে নীতীশ কুমারের সঙ্গেও দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।