তরুণকান্তি দাস: পুলওয়ামা হামলা নিয়ে রাজনীতি কাম্য নয়। বরং একসঙ্গে জঙ্গিদমনে কড়া ব্যবস্থা নেওয়া হোক। শুক্রবার দিল্লি থেকে ফিরে নবান্নে এমনই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঘন্য হামলায় নাম না করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দায়িত্বশীলতাকে কাঠগড়ায় তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘হামলার নেপথ্যে কারা, তদন্ত করে দেখা উচিত। মুখ্য নিরাপত্তা উপদেষ্টা কী করছিলেন? এত বড় হামলার খবর পাননি?’
হামলা নিয়ে রাজনীতি শুরু হয়েছে, এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘আমরা চিরকালই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এনিয়ে রাজনীতি শুরু হয়েছে, যা কাম্য নয়। যদি পাকিস্তানই এর পিছনে থাকে, তাহলে ব্যবস্থা নিন। এর আগে মুম্বাই হামলা, পাঠানকোট হামলার পর কেন্দ্র যেমন পদক্ষেপ নিয়েছিল, তা আমরা সমর্থন করেছিলাম। এবারও প্রয়োজনে সেরকম ব্যবস্থা নিক। দেশের সেনাবাহিনীর মনোবল কোনওভাবেই যেন ভেঙে না পড়ে, সেদিকে নজর দিতে হবে। এটা জাতি ও দেশের নিরাপত্তা বিষয়। এনিয়ে রাজনীতি হওয়া উচিত নয়।’
জঙ্গি মোকাবিলায় সরকারের পাশে বিরোধীরা, কেন্দ্রকে সমর্থন কংগ্রেসের
বৃহস্পতিবারের উপত্যকা রক্তাক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী নিজে সবকটি রাজনৈতিক দলের কাছে আরজি জানিয়েছিলেন মতবিরোধ ভুলে দেশের এমন কঠিন সময়ে একসঙ্গে জঙ্গি দমনে ব্যবস্থা নেওয়ার। তাঁর সেই আহ্বানে সাড়া দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস৷ মোদির বার্তার পরই সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘আগামী কয়েকদিন অন্য কোনও বিষয়ে এখন কথা বলব না৷ এই চরম পরিস্থিতিতে আমরা সরকারের পাশে আছি৷’ একইসঙ্গে রাহুল গান্ধী অন্যান্য বিরোধীদেরও একই আহ্বান জানিয়েছেন। সেই সুরে সুর মিলিয়েই তৃণমূল সুপ্রিমোও কেন্দ্রের পাশে থাকার কথা বললেন। তবে এবিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালের ভূমিকার সমালোচনা করতেও ছাড়লেন না। শনিবার এনিয়ে নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে সংসদীয় কমিটিকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সংসদীয় কমিটি নয়, উচিত ছিল সর্বদল বৈঠক ডাকা। এই দাবির ব্যখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘যেহেতু এখন লোকসভা শেষ, তাই সংসদীয় কমিটির কোনও গুরুত্ব নেই। একা সংসদীয় কমিটি কোনও সিদ্ধান্ত নিতে পারে না। তাই সর্বদল বৈঠকই একমাত্র সঠিক রাস্তা ছিল।’ পুলওয়ামায় জঙ্গি হামলায় এ রাজ্যেরও ২ জন শহিদ হয়েছেন। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
The post ‘নিরাপত্তা উপদেষ্টা হামলার খবর পাননি?’ নাম না করে ডোভালকে বিঁধলেন মমতা appeared first on Sangbad Pratidin.