shono
Advertisement

Breaking News

আয়করের নামে পুজো কমিটিগুলিকে হেনস্তা, নাম না করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি ফোরাম ফর দুর্গোৎসবকে ডেকে কর নেওয়ার প্রস্তাব দেন আয়কর বিভাগের কর্তারা৷ The post আয়করের নামে পুজো কমিটিগুলিকে হেনস্তা, নাম না করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:40 PM Jul 22, 2019Updated: 07:10 PM Jul 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর চাঁদায় কর বসাতে চাইছে আয়কর দপ্তর৷ এর নেপথ্যে বিজেপি৷ সম্প্রতি পুজো কমিটিগুলিকে আয়কর দপ্তরের তলবের পরিপ্রেক্ষিতে নাম না করেই বিজেপির বিরুদ্ধে অভিযোগে সরব মুখ্যমন্ত্রী৷ সোমবার নবান্ন সভাঘরে জেলা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে এর বিরোধিতা করেন তিনি৷

Advertisement

[আরও পড়ুন: শাসকদলের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ, ‘শহিদ’ পরিবার নিয়ে রাজধানীর পথে বঙ্গ বিজেপি]

নবান্নে জেলা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আয়কর বিভাগকে দিয়ে অযথা পুজো কমিটিগুলিকে হেনস্তা করা হচ্ছে৷ দুর্গাপুজো একটা উৎসব, ব্যবসা নয়৷ এখানে কর নিয়ে কেন এত বাড়াবাড়ি? পুজোর চাঁদার উপরেও কর বসাতে চাইছে৷ মানুষ ভালবেসে পুজোর চাঁদা দেন৷ সেখানে করের ব্যপার থাকবে কেন?’ এপ্রসঙ্গে তিনি নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘ভোটের আগে মুখে হিন্দুত্ববাদ, আর ভোটের পর হিন্দুদের সবচেয়ে বড় উৎসব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে৷ এটা মেনে নেওয়া যায় না৷’

ঘটনার সূত্রপাত মাস তিন, চারেক আগে৷ কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলোকে আলাদাভাবে চিঠি পাঠিয়েছিল আয়কর বিভাগ৷ তাতে কর সংক্রান্ত প্রশ্ন ছিল৷ ফোরাম ফর দুর্গোৎসবের তরফে শাশ্বত বসু জানিয়েছেন, ‘ওই চিঠির কোনও জবাব না পেয়ে পরে ফোরামকেই চিঠি লেখা হয় আয়কর বিভাগের তরফে৷ আমাদের অধীনে কলকাতার ৩০০রও বেশি পুজো হয়৷ গত মঙ্গলবার আমাদের ডেকে পাঠানো হয়েছিল৷ আমরা সেখানে গিয়েছিলাম৷ ওনারা আমাদের জানান, পুজো কমিটিগুলির আয় অনুযায়ী কর কেটে নেওয়া হোক৷ আমরা তার উত্তরে জানাই, সবকটা পুজো কমিটির পক্ষে একাজ করা সম্ভব নয়৷ অনেক পুজোরই বাজেট কম৷ তাদের পক্ষে আলাদা করে অ্যাকাউন্ট্যান্ট রেখে এসব হিসেব করা কঠিন৷ তাছাড়া সারাবছর ধরেই পুজোর নানা কাজ হয় এবং অর্থ আদানপ্রদানও চলতে থাকে৷’

[আরও পড়ুন:বহুতল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু তরুণীর, কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ]

এসব শুনে আয়কর কর্তারা প্রস্তাব দেন, অন্তত বড় পুজো কমিটিগুলো যেন আয়করের হিসেবনিকেশ রাখে এবং তা আয়কর বিভাগে জমা দেয়৷ আর সোমবার নবান্নে বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী আয়কর বিভাগের এই প্রস্তাব নিয়েই সরব হন৷ তাঁর যুক্তি, ‘দুর্গাপুজো কোনও ব্যবসা নয়, একটা উৎসব৷ এখানে করের প্রসঙ্গ আসতেই পারে না৷’ এর আগেও রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া নিয়ে একাধিক আপত্তি ওঠে৷ তা নিয়ে মামলা গড়ায় হাই কোর্টে পর্যন্তও৷ এরপর পুজোকমিটিগুলোকে এভাবে আয়কর বিভাগের নজরবন্দি করতে চাওয়ায় ফের বিতর্ক উসকে উঠছে৷

The post আয়করের নামে পুজো কমিটিগুলিকে হেনস্তা, নাম না করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার