সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যকে অন্ধকারে রেখে কেন সেনা মোতায়েন করা হয়েছিল, সে নিয়ে প্রশ্ন তুলেছিলেন আগেই৷ নিজের সচিবালয়কে আগলাতে টানা ৩০ ঘণ্টা কাটিয়ে দিয়েছিলেন নবান্নেই৷ নিজের সেই অবস্থান থেকে একটুও সরলেন না মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার এ ব্যাপারে রাজ্যকে চিঠি দেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর৷ প্রায় সঙ্গে সঙ্গেই সে চিঠির জবাব দিলেন মুখ্যমন্ত্রী৷
শুক্রবার মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছিলেন, “দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় আমি মর্মাহত৷ শুধু তাই নয়, সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে তাঁদের মনোবলে ভাঙন ধরতে পারে৷” পাল্টা চিঠিতে মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যের অনুমোদন না নিয়ে সেনা মোতায়েন করা অনৈতিক৷ নবান্ন রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয়৷ তার চৌহদ্দিতে যে কোনও কারণেই সেনা মোতায়েনে আপত্তি জানানো হয়েছিল৷ তা সত্ত্বেও সেনা কেন নামানো হল সে প্রশ্ন চিঠিতে রেখেছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, কোনও আগাম খবর ছাড়াই রাজ্যের বিভিন্ন অঞ্চলে সেনা নামানো হয়েছিল৷ এবং তিনি জানার আগেই সংবাদমাধ্যমের সামনে সে চিঠি চলে আসেও বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর৷ সেনার মতো সংস্থাকে রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহার করা হচ্ছে বলেও আরও একবার অভিযোগ তুললেন তিনি৷
নোট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্র সংঘাত চলছিলই৷ রাজ্যে সেনার রুটিন মহড়া নিয়ে তা নতুন মাত্রা নিয়েছিল৷ সেনাদের সম্পর্কে তোলা সব অভিযোগ অস্বীকার করা হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের তরফে৷ মুখ্যমন্ত্রীর পদক্ষেপ যে দুর্ভাগ্যজনক এদিন পারিক্করের চিঠিতে সে ইঙ্গিত ছিল স্পষ্ট৷ পাল্টা জবাব দিয়ে সেনা মোতায়েন নিয়ে যে তিনি যারপরনাই অখুশি তাও জানিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী৷
The post সেনা মোতায়েন নিয়ে পারিকরকে পালটা চিঠি মমতার appeared first on Sangbad Pratidin.