shono
Advertisement

বাজপেয়ীর পুত্র হওয়ার অধিকার চেয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী

কেন এমন আরজি তাঁর? The post বাজপেয়ীর পুত্র হওয়ার অধিকার চেয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM Jul 07, 2018Updated: 08:13 PM Aug 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পুত্র হওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী। দাবিদারের নাম সঞ্জীব দ্বিবেদী। জানা গিয়েছে, উত্তর প্রদেশের হরদোই এলাকার বাসিন্দা তিনি। বর্তমানে এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে কর্মরত।

Advertisement

[অপরাধী ধরার ইনাম হানিমুন ট্রিপ! আজব পুরস্কারে অবাক পুলিশকর্মী]

নিজেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর মানসপুত্র মনে করেন সঞ্জীব। বাজপেয়ী তাঁর পিতার সমান এমনটাই দাবি করেন তিনি। ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্য দেশের প্রধানমন্ত্রীর পদ সামলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। সে সময় সংসদে যে ভাষণ তিনি দিয়েছিলেন, তা ভীষণভাবে প্রভাবিত করেছিল সঞ্জীবকে। এরপর থেকেই বাজপেয়ীর ভক্ত হয়ে ওঠেন তিনি। সঞ্জীবের বাড়ির ঠাকুরের আসনে বাজপেয়ীর ছবি পর্যন্ত রাখা রয়েছে। নিয়মিত তার অর্চনা করেন আইনজীবী। বাজপেয়ীর সঙ্গে সাক্ষাৎও হয়েছিল তাঁর। আইনজীবীর দাবি, আবেগঘন সে মুহূর্তে বর্ষীয়ান বিজেপি নেতার চোখে জল দেখেছিলেন তিনি। এরপর থেকেই নিজেকে বাজপেয়ীর মানসপুত্র মনে করতে থাকেন তিনি। সুপ্রিম কোর্টে তাই পুত্রের অধিকার চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

[যাত্রীর টুইটের কেরামতিতে পাচারের হাত থেকে বাঁচল ২৬ নাবালিকা]

শারীরিক অসুস্থতার কারণে বহুদিন আগেই নিজেকের সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নিয়েছেন নব্বই পেরনো এই বিজেপি নেতা। কালে কালে সেই অসুস্থতা আরও বেড়েছে। দীর্ঘদিন ধরেই দিল্লির কৃষ্ণ মেনন মার্গের বাড়িতে শয্যাশায়ী ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। জুন মাসে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। দিল্লির এইমস হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। এই সময় বাজপেয়ীর পাশে থাকতে চান সঞ্জীব। ছেলে হয়ে তাঁর সেবা করতে চান। সে কারণেই পুত্রাধিকার চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। যাতে ছেলের মতো সমস্ত অধিকার পাওয়া যায়।

[দুর্ঘটনা এড়াতে ট্রেন লাইনের তলায় এবার নয়া প্রযুক্তির স্লিপার]

The post বাজপেয়ীর পুত্র হওয়ার অধিকার চেয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement