shono
Advertisement

করবা চৌথেও বাপের বাড়ি থেকে ফেরেননি স্ত্রী, হতাশায় আত্মঘাতী স্বামী

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।
Posted: 09:51 AM Nov 03, 2023Updated: 09:51 AM Nov 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুমাস আগে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন স্ত্রী। করবা চৌথ উপলক্ষে বাড়ি ফিরতে অনুরোধ করা সত্ত্বেও ফেরেননি। সেই হতাশায় আত্মঘাতী হলেন স্বামী। নিজের ঘর থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে যুবকের মৃতদেহ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছে মৃতের পরিবার।

Advertisement

জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রমোদ কুমার। তাঁর বয়স ২৪ বছর। উত্তরপ্রদেশের গুগা গ্রামের বাসিন্দা প্রমোদের স্ত্রী প্রীতি মাস দুয়েক আগে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। দীর্ঘদিন কেটে গেলেও তিনি ফিরে আসেননি। প্রমোদের আশা ছিল, করবা চৌথের দিন স্ত্রী ঠিকই ফিরে আসবেন। কিন্তু প্রমোদের সেই ইচ্ছা পূরণ হয়নি।

[আরও পড়ুন: ‘এই কথাটা বারবার বলবেন না’, আইনজীবীকে অর্ধেক বেতন দিতে চাইলেন বিচারপতি]

করবা চৌথের দিন স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য শ্বশুরবাড়িতে ফোন করেছিলেন প্রমোদ। কিন্তু তাঁর শাশুড়ি সাফ জানিয়ে দেন, প্রীতি ফিরবেন না। সেই নিয়ে প্রমোদের সঙ্গে তাঁর শাশুড়ির তুমুল কথা কাটাকাটিও হয়। শেষ পর্যন্ত করবা চৌথের রাতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন প্রমোদ।

পরের দিন সকালে প্রমোদের সাড়া না পেয়ে তাঁর ঘরের দরজা ভাঙেন পরিবারের সদস্যরা। সেখানেই তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। প্রমোদের ঠাকুরদা জানান, করবা চৌথের দিন স্ত্রী ফিরে না আসার কারণেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক। স্থানীয় পুলিশ প্রমোদের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

[আরও পড়ুন: মার্কিন মুলুকে ভারতীয় পড়ুয়াকে ছুরির কোপ, গভীর উদ্বেগ প্রকাশ আমেরিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement