শেখর চন্দ্র, আসানসোল: অ্যাপেনডিক্স অস্ত্রোপচার করার সময় রোগীমৃত্যুর অভিযোগ। দুঃসংবাদ পেয়ে বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর উত্তেজিত পরিজনদের। তাঁদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে রোগীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশবাহিনী। যদিও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ। অস্ত্রোপচারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
মৃত মনোজ রায়। বছর চুয়াল্লিশের ওই ব্যক্তি পেশায় আসানসোল রেল ডিভিশনের টিকিট পরীক্ষক। অ্যাপেনডিক্স অপারেশনের জন্য ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। অস্ত্রোপচার করার পরই পরিবারের লোকজনেরা জানতে পারেন মৃত্যু হয়েছে মনোজের। রোগীমৃত্যুর খবর পেয়ে উত্তেজিত হয়ে পড়েন রোগীর আত্মীয়স্বজনেরা। নার্সিংহোমে শুরু হয় ব্যাপক ভাঙচুর। এসি আছড়ে ভেঙে ফেলা হয়।
[আরও পড়ুন: ‘মোদিজি ক্ষমা করলেন না’, লোকসভায় টিকিট না পেয়ে অভিমানী সাধ্বী প্রজ্ঞা]
খবর পেয়ে তড়িঘড়ি আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। তবে তাতেও প্রথমে পরিস্থিতি সামাল দেওয়া সAম্ভব হয়নি। বেশ খানিকক্ষণ পর তদন্তের আশ্বাসে ভাঙচুর বন্ধ করেন রোগীর পরিজনেরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। চিকিৎসক নির্ঝর মাজি বলেন, “অ্যাপেনডিক্স অপারেশন করার জন্য ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। অস্ত্রোপচার করার সময় হৃদরোগে আক্রান্ত হন। সবরকম চেষ্টা করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।”
দেখুন ভিডিও: