shono
Advertisement

লজ্জাবোধই থাকে না! জনসমক্ষে গোপনাঙ্গ প্রদর্শন করেন এই মানসিক রোগীরা

জানেন, এই রোগে আক্রান্ত হওয়ার কারণ? The post লজ্জাবোধই থাকে না! জনসমক্ষে গোপনাঙ্গ প্রদর্শন করেন এই মানসিক রোগীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:00 PM May 14, 2018Updated: 03:53 PM Jun 11, 2018

অভিরূপ দাস: মাঠে ফুটবল ম্যাচ চলছে৷ নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আচমকাই মাঠে ঢুকে পড়লেন এক উৎসাহী দর্শক৷ কিন্তু, তাঁর গায়ে সুতো পর্যন্ত নেই! হতবাক পুলিশকর্মীরা৷ কোনওরকমে ওই দর্শককে মাঠ থেকে বের করে দিলেন তাঁরা৷ কথাবার্তায় বোঝা গেল, ওই ব্যক্তি দিব্যি সুস্থ! তাহলে?  মনোবিদরা বলছেন, তাঁর নাকি লজ্জাবোধই নেই৷ ‘এগজিবিশনিজম’ নামে এক মানসিক রোগে আক্রান্ত তিনি৷

Advertisement

[কুরুচিকর শব্দেই জমে ওঠে রতিক্রিয়া! কী বলছেন বিশেষজ্ঞরা?]

চলন্ত বাসে এক যুবতীকে দেখে হস্তমৈথুন করছেন এক মধ্যবয়সী৷ তোলপাড় গোটা শহর৷ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রিয়াঙ্কা দাস নামে এক তরুণী৷ তাঁকে উদ্দেশ্য করেই এমন আশালীন আচরণ করছিলেন অসিত রাই নামে ওই ব্যক্তি৷ তাঁকে গ্রেপ্তারও করেছে কলকাতা পুলিশ৷ ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৃজিত ঘোষ জানিয়েছেন,  অভিযুক্তের আচরণে ‘এগজিবিশনিজম’ রোগের উপসর্গ দেখা গিয়েছে৷ তিনি বলেন, ‘হস্তমৈথুন আইনগত অপরাধ নয়। কিন্তু জনসমক্ষে কেউ  হস্তমৈথুন করছে মানেই বুঝে নিতে হবে বিকৃত মানসিকতা কাজ করছে।’

[রাতে জেগে নেটফ্লিক্সে চোখ, যৌনতায় মন নেই নয়া প্রজন্মের]

মনোবিদরা জানিয়েছেন,  প্রত্যেকে মানুষের ন্যূনতম জ্ঞান বা বেসিক সেন্স থাকে৷ রাস্তায় কীভাবে বেরনো উচিত? কোন ধরনের পোশাক পরা শোভনীয়?  এই বেসিক সেন্স থেকে তা বুঝতে পারে মানুষ৷ মনোবিজ্ঞানের ভাষায় এই বেসিক সেন্সকে বলা হয় ইগো বাউন্ডারি৷ মনোবিদদের দাবি, বাসে মহিলার সঙ্গে অশালীন আচরণে অভিযুক্ত অসিত রাই এই ইগো বাউন্ডারি পেরিয়ে গিয়েছেন৷ তাই ওই তরুণীকে  ভিডিও করতে দেখে আরও উৎসাহিত হয়ে পড়েছিলেন তিনি৷ কার্যত দেখিয়ে দেখিয়েই হস্তমৈথুন করছিলেন তিনি৷ যা ভিডিওতেও স্পষ্ট ধরা পড়েছে৷

[অদম্য যৌন আকাঙ্ক্ষা কি একরকম নেশা? কী বলছেন বিশেষজ্ঞরা?]

এদেশের বা এশহরে বিরল হলেও, বিদেশে আকছারই ‘এগজিবিশনিজম’-এর ঘটনা ঘটে। ১৮৭৭ সালে প্রথম এই রোগটি আবিষ্কার করেন মনোবিদ চার্লস লেসগো৷ এই রোগে আক্রান্তেরা নিজেদের গোপন অঙ্গের প্রদর্শন বা এগজিবিশনে করতে দ্বিধা বোধ করেন না৷ তাই এই রোগের নাম ‘এগজিবিশনিজম’৷ ‘এগজিবিশনিজম’-এর আবার একাধিক স্তর বা বিভাগ আছে৷ কখনও স্রেফ গায়ে কিছু না দিয়ে হেঁটে চলে যান রোগী৷ কখনও আবার জনসমক্ষে নিজের গোপনাঙ্গ প্রদর্শন করেন৷ ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৃজিত ঘোষ জানিয়েছেন,  একাধিক কারণে এই রোগ হয়৷ নারী সম্পর্কে সমাজে অনেক যেমন অনেক ভুল ধারণা আছে, তেমনি অনেকেই আবার মহিলাদের শুধুমাত্র যৌনতার উপকরণ বলে মনে করেন৷ এদিকে, ছোটবেলা থেকে শিশুকে যৌনতা নিয়ে সঠিক শিক্ষা দেওয়া হয় না৷  সঠিক শিক্ষা ছাড়া ‘এগজিবিশনিজম’-র মতো মানসিক রোগ নির্মূল করা সম্ভব নয় বলে জানিয়েছেন মনোরোগের চিকিৎসক-অধ্যাপক সৃজিত ঘোষ৷

[বাবা-মা হওয়ার পরিকল্পনা করছেন? ফাস্টফুডে আসক্তি নেই তো?]

The post লজ্জাবোধই থাকে না! জনসমক্ষে গোপনাঙ্গ প্রদর্শন করেন এই মানসিক রোগীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement