শান্তনু কর, জলপাইগুড়ি: মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সের ছায়া জলপাইগুড়ি। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ অ্যান্ড সুপার স্পেশ্যালিটি হাসপাতালের দশতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের। শারীরিক নানা সমস্যার জেরে আত্মহত্যার সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। প্রকৃত কারণের খোঁজে জলপাইগুড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, সন্তোষ শাহ নামে ওই যুবক বানারহাটের বাসিন্দা। পেশায় মাছ ব্যবসায়ী। মৃতের দাদা রঞ্জিত ও মা মুন্নি জানান, শারীরিক নানা সমস্যা থাকা সত্ত্বেও নিয়মিত মদ্যপান করতেন সন্তোষ। দিনকয়েক আগে জ্বর হয় তাঁর। তারপরই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ অ্যান্ড সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। চিকিৎসকরা কিডনি, লিভারের সমস্যার কথা জানান। তবে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন বলেই দাবি পরিবারে।
[আরও পড়ুন: কয়লা মাফিয়া রাজু ঝা খুনে CBI তদন্তের নির্দেশ খারিজ, সিটেই আস্থা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের]
ওই হাসপাতালের দশতলা থেকে প্রথমে ছ’তলা থেকে ঝাঁপ দেন সন্তোষ। সেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়। ওই যুবকের চিকিৎসা চলছিল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার সকালে উইথড্রল সিনড্রোম শুরু হয়। কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্মীদের বাধা কার্যত অগ্রাহ্য করে ছ’তলার পাইপ লাইনে উঠে পড়ে যুবক। কিছুক্ষণের মধ্যে হাত ফসকে পড়ে যায়। চিকিৎসা শুরু হয়। তবে বাঁচানো যায়নি তাঁকে।