সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনি অস্ত্র পাচারের মূলচক্রীকে ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেই সময়ে গুলি করে পুলিশকে খুন করে পালাল মূল অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) হোশিয়ারপুরে।
জানা গিয়েছে, সুখবিন্দর সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে বেআইনিভাবে অস্ত্র পাচারের অভিযোগ ছিল। তাকে ধরতে রবিবার মনসুরপুরে তল্লাশি অভিযান চালায় ক্রাইম বিভাগের একটি বিশেষ দল। সকালেই সুখবিন্দরের বাড়িতে পৌঁছে যান দলের সদস্যরা। সেই সময়েই বিপত্তি। তল্লাশি দলকে লক্ষ্য করে ঘরের ভিতর থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বেআইনি অস্ত্রের কারবারি।
[আরও পড়ুন: ভোট ঘোষণার পরেই প্রকাশ্যে ইলেক্টোরাল বন্ডের নয়া তথ্য, কী জানাল কমিশন?]
গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অমৃতপাল সিং নামে এক পুলিশ কনস্টেবল। কোনওমতে তাঁকে সঙ্গে নিয়ে ওই এলাকা ছেড়ে চলে যান তল্লাশি দলের সদস্যরা। সেই সুযোগে গা ঢাকা দেন অস্ত্র কারবারি সুখবীরও। গুরুতর আহত অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ কনস্টেবল অমৃতপালকে। কিন্তু পরিস্থিতি খারাপ হতে তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু এত চেষ্টাতেও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়।
হোশিয়ারপুর পুলিশের এসএসপি সুরেন্দ্র লাম্বা জানিয়েছেন, সুখবিন্দরের খোঁজে ইতিমধ্য়েই ফের নতুন করে তল্লাশি শুরু হয়েছে। যে সমস্ত জায়গায় লুকিয়ে থাকতে পারেন সুখবিন্দর, সেখানেও খোঁজ চলছে। তবে রবিবার দিনভর তল্লাশি হলেও এখনও সুখবিন্দরের খোঁজ মেলেনি। তিনি কোথায় লুকিয়ে থাকতে পারেন সেই নিয়েও ধন্ধে পুলিশ।