অর্ণব আইচ: নাম ‘কৌতুক’। তাঁকে ঘিরেই কৌতুহল সারাদিন। এক যেন টাকার বৃষ্টি রাস্তায়। প্লাস্টিকের প্যাকেট থেকে টাকা বের করে ছড়াতে ছড়াতে চলেছে লোকটি। আর তার পিছনে তামাম জনতা। সবাই ব্যস্ত টাকা কুড়োতে। শেষ পর্যন্ত ওই যুবককে তাড়া করে তার কাছ থেকে প্লাস্টিকের প্যাকেট কেড়ে নিয়ে টাকা উদ্ধার করলেন শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষ। বুধবার সকালে মধ্য কলকাতা থেকে উদ্ধার হয়েছে ৪৮ হাজার ৫৭৫ টাকা।
পুলিশ জানিয়েছে, সূর্য সেন স্ট্রিট ধরে হেঁটে আসছিল যুবক। তার মাথা কামানো। পোশাক অবিন্যস্ত। তার হাতে একটি প্লাস্টিকে ভরতি দশ টাকা থেকে শুরু করে পাঁচশো ও দু’হাজার টাকার নোট। ফুটপাথ দিয়ে হেঁটে আসার সময় ছড়াতে ছড়াতে যাচ্ছিল নোট। রাস্তায় টাকার বৃষ্টি হতে দেখে আর লোভ সামলাতে পারেননি বহু পথচারীও। টাকার পিছন পিছন দৌড়ে তা কুড়োতে থাকেন তাঁরা। অনেকেই নেমে পড়েন রাস্তায়। তার ফলে যান চলাচলও কিছুটা ব্যাহত হয়। ওই সময় এপিসি রোড ও সূর্য সেন স্ট্রিটের সংযোগস্থলে জগৎ সিনেমাহলের সামনে ডিউটি করছিলেন শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষ। এক সিভিক ভলান্টিয়ার তাঁকে এই খবর দেন। সকাল সাড়ে দশটার সময় কলকাতার ওই ব্যস্ত রাস্তায় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের প্রত্যেকটি গাড়ির উপর নজর না রাখলেই নয়।
[আরও পড়ুন: ‘ভোটে ভাল ফল করবে তৃণমূল’, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনীতিতে ফের সক্রিয় মুকুল রায়?]
সেখানে ওই কর্তব্যরত সার্জেন্ট দেখেন, টাকা কুড়োতে এতটাই লোকে ব্যস্ত যে, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই সার্জেন্ট তাড়া করেন ওই ব্যক্তিকে। তার কাছ থেকে কেড়ে নেন টাকার থলি। যদিও কোনওমতে হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায় ওই যুবক। আবার ব্যস্ত রাস্তা ছেড়ে যেতে পারছিলেন না ট্রাফিক আধিকারিক ও কর্মীরাও। কিন্তু ট্রাফিক সার্জেন্ট ওই টাকার থলে উদ্ধার করে তুলে দেন মুচিপাড়া থানার হাতে। উদ্ধার হয় বেশ কিছু পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চাশ, একশো, পাঁচশো ও চারটি দু’হাজার টাকার নোট। ওই যুবক কোনও মাদকাসক্ত বা অপরাধের সঙ্গে যুক্ত বলে পুলিশের ধারণা।
পুলিশের মতে, কোনও ব্যবসায়ীর কাছ থেকে ওই ৪৮ হাজার ৫৭৫ টাকা হাতিয়ে নিয়ে পালায় সে। কিন্তু অপ্রকৃতিস্থ থাকার কারণে রাস্তা দিয়ে যাওয়ার সময় সেগুলি ছড়াতে থাকে। বেশ কিছু টাকা পথচারীরা কুড়িয়ে নিয়ে পালিয়েছেন, এমন হওয়া সম্ভব। তবে ওই যুবকের ছবি সিসিটিভির ফুটেজ ও ভিডিওর মাধ্যমে পুলিশের হাতে এসেছে। সেই সূত্র ধরেই তাকে শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।