shono
Advertisement

Breaking News

দলিতের মুখে প্রস্রাবের পর এবার যুবককে জুতো চাটানোর ভিডিও ভাইরাল! চাঞ্চল্য মধ্যপ্রদেশে

ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে।
Posted: 05:15 PM Jul 08, 2023Updated: 05:15 PM Jul 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে দলিতের গায়ে ‘বিজেপি কর্মী’র প্রস্রাবের অভিযোগ নিয়ে চাঞ্চল্যের মাঝেই এবার ভাইরাল হল আরও একটি ভিডিও। এটিও মধ্যপ্রদেশেরই। গোয়ালিয়রে এক ব্যক্তিকে দেখা গেল একজনের জুতো চাটতে! এক চলন্ত গাড়ির ভিতরের এই ঘটনার ভিডিও ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক। ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

ঠিক কী দেখা যাচ্ছে ওই ভিডিওয়? সেখানে এক ব্যক্তিকে আর এক ব্যক্তিকে মারধর ও গালাগালি করতে দেখা গেল। আক্রান্তকে লাগাতার চড় মারতেও দেখা যায় অভিযুক্তকে। আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আক্রান্তকে জুতো দিয়ে মারছেন অভিযুক্ত। তাঁকে জোর করে জুতো চাটতেও দেখা গিয়েছে। ভিডিওগুলি ঘিরে নিন্দার ঝড় নেটদুনিয়ায়। পুলিশ জানিয়েছে, ভিডিওটি ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই আক্রান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে অপরহণ ও নিগ্রহের মামলা রুজু করা হয়েছে।

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ভিডিও কল, লাস্যের হাতছানি, পাকিস্তানকে প্রতিরক্ষার গোপন নথি পাচার DRDO’র বিজ্ঞানীর]

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মধ্যপ্রদেশের এক আদিবাসী যুবকের মুখে ‘বিজেপি কর্মী’র প্রস্রাব করার ভিডিও ভাইরাল হয়েছিল। গ্রেপ্তারও হয়েছেন প্রবেশ শুক্লা নামের ওই অভিযুক্তকে। এদিকে আক্রান্তের পা ধুইয়ে দিয়ে ক্ষমাও চান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। শিবরাজের সঙ্গে দেখা করার পরের দিনই অভিযুক্তের মুক্তির দাবি জানিয়েছেন দলিত যুবক।

[আরও পড়ুন: একটানা বৃষ্টিতে ভয়ংকর ধস, ভেসে গেল জম্মু-শ্রীনগর মহাসড়কের বড় অংশ, প্রকাশ্যে ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement