সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে মৃত রোগীর অঙ্গ চুরির অভিযোগ। রোগীর পরিবারের নালিশ, অস্বাভাবিক মৃত্যুর পর পোস্টমর্টেম হয়নি, এমনকী কটকের স্থানীয় থানায় মৃত্যুর বিষয়ে জানানো হয়নি। এই অবস্থায় কবরস্থ দেহ তুলে পোস্টমর্টেমে পাঠানো হয়েছে রোগীর দেহ। চাঞ্চল্যকর অভিযোগে নড়চড়ে বসেছে রাজ্য প্রশাসন। ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে, আশ্বাস দিয়েছেন তিনি।
১৭ অক্টোবর বৃহস্পতিবার কান্ধামাল জেলার টিকারাবাজুতে কবর দেওয়া ওই রোগীকে। বালিগুড়া থানার ইন্সপেক্টর ইন-চার্জ সুশান্ত সাহু জানান, পরিবারের অভিযোগ পাওয়ার পর কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তিনি বলেন, "মৃত রোগীর ছেলে অঙ্গ চুরির অভিযোগ করেছেন। আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে।" এদিকে কান্ধামালে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ওই বেসরকারি হাসপাতালে তদন্তে যান ভূবনেশ্বর-কটকের তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর নিউরো সার্জারির কথা জানিয়ে হাসপাতালের ম্যানেজার সুশান্ত বেহেরার বক্তব্য, "আমাদের ডাক্তাররা চিকিৎসার সময় রোগীর অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।" এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মাহালিং বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। কড়ার শাস্তিরও আশ্বাস দিয়েছেন তিনি।