shono
Advertisement

‘আরও অনেক পথ বাকি’, সমাবর্তন অনুষ্ঠানের দিন মেয়েকে অভিনন্দন সৌরভের

সমাবর্তন অনুষ্ঠানে মেয়ের সঙ্গে গর্বিত বাবা-মা।
Posted: 05:23 PM Sep 06, 2023Updated: 05:50 PM Sep 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনের সঙ্গে হৃদয়ের যোগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। অভিষেক টেস্টে এই লন্ডনেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মহারাজ। লন্ডনে অনুষ্ঠিত ১৯৯৯ সালের বিশ্বকাপে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে স্বপ্নের ইনিংস খেলেছিলেন সৌরভ। সেই লন্ডনের সঙ্গে মহারাজের আরও এক সুখের স্মৃতি জুড়ে। সৌরভ-কন্যা সানা (Sana Ganguly) লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি (Londan Global University) থেকে অর্থনীতিতে স্নাতক হয়েছেন।

Advertisement

আজ, বুধবার ইউসিএল-এ (UCL) কনভোকেশন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লন্ডনে উড়ে এসেছিলেন ভারতের (Team India) প্রাক্তন অধিনায়ক। মেয়ের সাফল্যের দিনে তাঁর পাশেই থাকলেন গর্বিত সৌরভ ও ডোনা। সানার সমাবর্তনের ছবি সৌরভ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে মহারাজ লিখেছেন, ”কনভোকেশন ডে…অভিনন্দন সানা, আরও অনেক পথ বাকি।” 

[আরও পড়ুন: চলে গেলেন ইস্টবেঙ্গলের স্বর্ণযুগের ফুটবল সচিব অজয় শ্রীমানি, ময়দানে শোকের ছায়া]

মেয়ের স্নাতক হওয়ার আনন্দ উদযাপন করছেন সৌরভ-ডোনা। কন্যা ও স্ত্রীকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) ও আর্সেনালের (Arsenal) ম্যাচ দেখেছেন।

 

তিন সপ্তাহের জন্য ইংল্যান্ডে থাকবেন মহারাজ। ২৩ কিংবা ২৪ সেপ্টেম্বর কলকাতায় ফিরতে পারেন সৌরভ।

[আরও পড়ুন: রাহুল নয়, বিশ্বকাপে খেলানো হোক ঈশান কিষানকে, মত গম্ভীরের]

 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement