shono
Advertisement

অশান্ত মণিপুরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি মেরি কমের

নিজের রাজ্য বাঁচানোর আর্জি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নের। The post অশান্ত মণিপুরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি মেরি কমের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:49 PM Dec 22, 2016Updated: 04:19 PM Dec 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের আবেদন জানালেন মেরি কম। দেড় মাসেরও বেশি সময় ধরে বিক্ষিপ্ত হিংসা ছড়িয়েছে মণিপুরের বিভিন্ন জায়গায়। রাজধানী ইম্ফলের বেশ কয়েকটি স্থানে এখনও পরিস্থিতি থমথমে। নিজের রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।

Advertisement

নভেম্বর থেকেই মণিপুরের নাগা আদিবাসীরা (ইউনাইটেড নাগা কাউন্সিল) অর্থনৈতিক অবরোধের ডাক দিয়েছে জাতীয় সড়কে৷ এর ফলে জরুরি দ্রব্যের চাহিদা বাড়ছে৷ একইসঙ্গে বাড়ছে দামও৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের সঙ্গেই জ্বালানি ও ওষুধের দামও বেড়ে গিয়েছে৷ রাজ্য সরকারের তরফে মণিপুরকে আরও সাতটি জেলায় ভাগ করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই একের পর এক হিংসাত্মক ঘটনা, আর্থিক অবরোধ ও সন্ত্রাসের শুরু৷ নাগা গোষ্ঠীর অভিযোগ ছিল, সরকার নতুনভাবে জেলা ভাগ করার সিদ্ধান্ত কার্যকর করলে তাদের নিজেদের মাটি থেকে উৎখাত হতে হবে৷

এই পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন জানিয়েছেন রাজ্যসভার সাংসদ৷ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মেরি লিখেছেন মণিপুরে পাহাড় ও উপত্যকার মানুষ খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ এই সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন৷

The post অশান্ত মণিপুরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি মেরি কমের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement