সংবাদ প্রতিজিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিক সম্প্রচারকারী চ্যানেল তাঁকে দিয়ে প্রোমো শুট করে ফেলেছিলেন৷ আসন্ন ওলিম্পিকে ভারতের গুডউইল অ্যাম্বাসডর সলমন খান তাঁকে শুভেচ্ছাও জানিয়ে দিয়েছিলেন৷ এমনকী দেশবাসী ধরে নিয়েছিলেন, লন্ডন ওলিম্পিকে ব্রোঞ্জজয়ী তারকা রিওতেও দেশের মুখ উজ্জ্বল করবেন তিনি৷ কিন্তু কোথায় কী? রিও যাওয়াই হচ্ছে না এম সি মেরি কমের৷
কাজাখস্তানে এআইবিএ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে শনিবার দ্বিতীয় রাউন্ডে হারের পরই স্বপ্নভঙ্গ হল মণিপুরি বক্সারের৷ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের মাথায় তখন আকাশ ভেঙে পড়েছে৷ জার্মান শক্তির কাছে এদিন হার মানতে হয় তাঁকে৷ জার্মান বক্সার আজিজ নিমানির কাছে ০-২ ব্যবধানে পরাস্ত হন মেরি কম৷ নিয়ম অনুযায়ী, এই প্রতিযোগিতার শেষ চারে পৌঁছনো চার বক্সার রিওর টিকিট পাবেন৷ মেরি কম দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়ায় তীরে পৌঁছনোর আগেই তরী ডুবল৷ অর্থাৎ আসন্ন ওলিম্পিকে কোনও মহিলা বক্সার ভারতের প্রতিনিধিত্ব করবেন না৷
গত ওলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি৷ ভারতীয় মহিলাদের নতুন করে বক্সিংয়ে উদ্বুদ্ধ করেছিলেন৷ ২০১৩-য় তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল৷ তাঁর জীবনের নানা অজানা কথা মানুষের কাছে পৌঁছে গিয়েছিল ‘মেরি কম’ ছবির মাধ্যমে৷ মেরি কম ছিটকে যাওয়ায় রিওতে ভারতের অন্যতম আকর্ষণও ম্লান হয়ে গেল৷
The post রিওতে নেই মেরি কম appeared first on Sangbad Pratidin.