shono
Advertisement

Breaking News

শো চলাকালীন সিনেমা হলে আগুন, ডানলপে ছড়াল তীব্র চাঞ্চল্য

ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। The post শো চলাকালীন সিনেমা হলে আগুন, ডানলপে ছড়াল তীব্র চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 04:31 PM Feb 07, 2020Updated: 04:37 PM Feb 07, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনায় ডানলপে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।

Advertisement

শুক্রবার কর্মব্যস্ত দিনে, দুপুর বেলায় ডানলপের সোনালি সিনেমা হলে শো চলাকালীন হঠাৎই ভিতর থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। ধীরে ধীরে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। খবর দেওয়া হয় দকমলে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তাঁরা। তবে আগুন সেভাবে ছড়িয়ে পড়েনি বলেই জানা গিয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, সিনেমা হলের ভিতর থেকে সেই সময় সকলকে নিরাপদে বের করে আনা হয়। তাই হতাহতের কোনও খবর নেই। তবে জনবহুল এলাকা হওয়ায় আগুন নেভাতে খানিকটা বেগ পেতে হয় কর্মীদের। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়।

[আরও পড়ুন: পুলিশের অনুমতি ছাড়া বিজেপির অভিনন্দন যাত্রা, টালিগঞ্জের মিছিল থেকে গ্রেপ্তার কৈলাস]

ডানলপ এলাকার বহু বছরের পুরনো এবং বেশ জনপ্রিয় এই সোনালি সিনেমা হল। সম্প্রতি এটি মাল্টিস্ক্রিনে পরিণত হয়েছে। তাই এতে দর্শকদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। সিনেমা হলটির সঙ্গেই জুড়ে রয়েছে ডানলপ মার্কেট। তাই আগুন মার্কেটে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু দমকলের প্রচেষ্টায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। তবে ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

[আরও পড়ুন: পুরভোটে গ্ল্যামার না অভিজ্ঞ রাজনীতিক? প্রার্থী নির্বাচন নিয়ে মতানৈক্য বিজেপির অন্দরে!]

The post শো চলাকালীন সিনেমা হলে আগুন, ডানলপে ছড়াল তীব্র চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement