shono
Advertisement

বিধ্বংসী আগুন তপসিয়ার বসতি এলাকায়, পুড়ে ছাই বহু ঝুপড়ি

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। 
Posted: 04:33 PM Nov 10, 2020Updated: 06:26 PM Nov 10, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ফের অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল শহর কলকাতায় (Kolkata)। পার্ক সার্কাসের কাছে তপসিয়া এলাকার বসতিতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ৫০ থেকে ৬০টি ঝুপড়ি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

Advertisement

[আরও পড়ুন: ‘আয়নার সামনে দাঁড়ান আর বুঝুন কে আসল ফ্যাসিস্ট’, তেজস্বী সূর্যকে তীব্র আক্রমণ নুসরতের]

এদিন দুপুর নাগাদ ওই বসতি এলাকায় আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে প্রথমে পৌঁছায় দমকলের ছ’টি ইঞ্জিন। পরে আরও ৬টি ইঞ্জিন পাঠানো হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কর্মীরা। কিন্তু জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। তাছাড়া সেখানে মোবিল ও তেলের কারখানাও রয়েছে বলে জানা গিয়েছে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে কর্মীদের। 

কর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। বসতি সংলগ্ন খাল থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। জানা গিয়েছে, ঝুপড়ির বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। ভিতরে কেউ আটকে নেই। তবে ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলাকার রঙের কারখানাতেই প্রথমে আগুন লাগে। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনার খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। 

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেবে রাজ্য। এদিন নিজেই সে কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ফিরহাদ হাকিম নন্দীগ্রাম গিয়েছেন। তিনি ফিরে পরিস্থিতি খতিয়ে দেখে বিস্তারিত জানাবেন।

দেখুন ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও:

[আরও পড়ুন: ২৮ বছরের ছেলের ব্রেনডেথ, শোকের আবহেও অঙ্গ দানের সিদ্ধান্ত পরিবারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement