shono
Advertisement

কাতারে মেসিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন, সেই রেফারি এবার রোনাল্ডোর ম্যাচ পরিচালনার দায়িত্বে

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে ১৫টি কার্ড দেখিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন রেফারি লাহোজ।
Posted: 05:44 PM Mar 08, 2023Updated: 05:44 PM Mar 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ধীরে ধীরে ফুল ফোটাতে শুরু করে দিয়েছেন। গোল পাচ্ছেন, অ্যাসিস্ট করছেন। সেই রোনাল্ডোই আল নাসের-এর (Al Nassr) হয়ে সব চেয়ে বড় ম্যাচে নামতে চলেছেন বৃহস্পতিবার।

Advertisement

সৌদি প্রো লিগের সূচি অনুয়ায়ী বৃহস্পতিবার আল নাসের-এর লড়াই আল ইত্তিহাদের সঙ্গে। আর সেই ম্যাচ পরিচালনার করার দায়িত্বে থাকবেন মাতেও লাহোজ। এই রেফারিকে নিয়ে কম বিতর্ক হয়নি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচে রেফারিং করেছিলেন তিনি। সেই ম্যাচে তিনি ১৫টি হলুদ কার্ড বের করেছিলেন। কার্ড দেখতে হয়েছিল মেসিকেও। খেলার শেষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি তীব্র সমালোচনা করেছিলেন লাহোজের। বলা হয় মেসির সমালোচনার জন্যই বিশ্বকাপের পরের ম্যাচগুলোয় আর দায়িত্ব পাননি লাহোজ। 

[আরও পড়ুন:চেন্নাই দলের হোলি সেলিব্রেশনে কিছুতেই রং মাখানো গেল না ধোনিকে, কিন্তু কেন? দেখুন ভিডিও]

 

লাহোজ সম্পর্কে জনশ্রুতি বলে তিনি রিয়াল মাদ্রিদের ভক্ত। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বন্ধু। এবার আবার রোনাল্ডোর ম্যাচ পরিচালনা করার দায়িত্বে থাকবেন লাহোজ। আল নাসের ও আল ইত্তিহাদের লড়াই সৌদি প্রো লিগের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে। সৌদি প্রো লিগ খেতাব কার হাতে উঠবে, এই ম্যাচ তারই দিক নির্দেশ করবে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অতীতে বহু ম্যাচে রোনাল্ডোর রিয়াল মাদ্রিদকে সমর্থন করেছিলেন লাহোজ।

সৌদি প্রো লিগের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোজ কি রোনাল্ডোর দলকে টেনে খেলাবেন? উত্তর আপাতত সময়ের গর্ভে। উল্লেখ্য, আল নাসের ও আল ইত্তিহাদের মধ্যে ঠিক ২ পয়েন্টের পার্থক্য। দু’ দলই ১৯টি করে ম্যাচ খেলেছে। আল নাসের ৪৬ পয়েন্ট পেয়ে সবার উপরে। ৪৪ পয়েন্ট নিয়ে ঠিক পরেই আল ইত্তিহাদ। বৃহস্পতিবার যে দল জিতবে, সেই দলই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে যাবে। 

[আরও পড়ুন: ‘বাইরের লোক শাস্ত্রী, ওর ছাইভস্ম কথার গুরুত্বই নেই’, প্রাক্তন কোচকে আক্রমণ রোহিতের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement