shono
Advertisement

আসন রফার শর্তেই জোট সম্ভব, কংগ্রেসকে সাফ বার্তা মায়াবতীর

কী বললেন বিএসপি সুপ্রিমো? The post আসন রফার শর্তেই জোট সম্ভব, কংগ্রেসকে সাফ বার্তা মায়াবতীর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:36 PM Jul 24, 2018Updated: 07:06 PM Jul 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিকে হারাতে জোটের মন্ত্রেই ভরসা কংগ্রেসের৷ সদ্য কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতি রাহুল গান্ধীকেই এই মহাজোট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে৷ সেখানে নিঃসন্দেহে অন্যতম স্তম্ভ হয়ে উঠতে পারেন মায়াবতী৷ তবে তাঁর সাফ কথা, সম্মানজনকভাবে আসন রফা হলে তবেই জোট সম্ভব৷

Advertisement

[  বাঁদরের উৎপাতে তিতিবিরক্ত বেঙ্কাইয়া, চাইলেন সরকারের সাহায্য ]

কিছুদিন আগেই বিএসপি জোট নিয়ে কংগ্রেসকে বার্তা দিয়েছিল৷তবে মায়াবতী নিজে এতদিন কিছুই বলেননি৷ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জোটের সমস্ত সম্ভাবনা উসকে দিলেন৷ বিজেপি বিরোধিতার জোটে থাকতে তাঁর কোনও আপত্তি নেই৷ কংগ্রেসের সঙ্গেই একজোট হয়ে তিনি লড়াইয়ে নামতে পারেন৷ তবে তার জন্য অবশ্যই সম্মানজনক আসন রফা হওয়া প্রয়োজন৷ বোঝাই যাচ্ছে, এই শর্তেই জোট সম্ভব৷ অতএব রাহুল গান্ধীকেই পরোক্ষে এগিয়ে আসার বার্তা তাঁর৷ কংগ্রেসের বৈঠকে রাহুলকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে৷ অর্থাৎ আসন্ন নির্বাচনে কার সঙ্গে জোট হবে, কী শর্তে জোট হবে-তা ঠিক করবেন রাহুলই৷ তারপরই মায়াবতীর এই বার্তা৷ তিনি তাঁর শর্ত জানিয়ে দিয়েছেন৷ এবার রাহুল কী সিদ্ধান্ত নেন তার উপরই নির্ভর করছে আগামী লড়াইয়ের রূপরেখা৷

[ তাজমহলকে প্লাস্টিকমুক্ত এলাকা তৈরিতে উদ্যোগী যোগী সরকার ]

তবে মায়াবতীর সঙ্গে জোট নিয়ে কংগ্রেসের অন্দরেই দ্বিধা আছে৷ কংগ্রেস নেতৃত্বের একাংশ মনে করছে, মধ্যপ্রদেশ-ছত্তিশগড় ভোটে বিএসপি-র সঙ্গে জোট করলেই সুবিধে হবে৷ অন্যদিকে রাজস্থান কংগ্রেসের প্রধান শচীন পাইলট বলছেন এরকম কোনও জোটের দরকার নেই৷ একই অবস্থা বিএসপির অন্দরেও৷ নেতারা নানারকম মন্তব্য করা শুরু করেছিলেন৷ তবে এই মুহূর্তে কোনও মন্তব্য করতে বারণ করেছেন স্বয়ং মায়াবতী৷ তাঁর কড়া নির্দেশ, যতক্ষণ না পার্টির হাইকম্যান্ড কোনও সিদ্ধান্ত না নেয়, ততক্ষণ এ ব্যাপারে কেউ কোনও প্রতিক্রিয়া যেন না দেন৷ তবে এই জোটের উপর ভবিষ্যতের রাজনীতি যে অনেকটাই নির্ভর করছে তা বলাই বাহুল্য৷     

The post আসন রফার শর্তেই জোট সম্ভব, কংগ্রেসকে সাফ বার্তা মায়াবতীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার