সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর এবার সকলের নজর দিল্লির পুরভোটে। রবিবারের নির্বাচনে ভোটদানের হার ৫৪ শতাংশ। পুর নির্বাচনেও বিজেপি বিপুল ভোটে জিতবে, জানাচ্ছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা।
সমীক্ষা আরও জানাচ্ছে, গত মাসে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তিই হতে চলেছে দিল্লির পুরভোটে৷ তিন পুরসভাতেই বিপুল জয় পেতে চলেছে বিজেপি৷ অন্যদিকে মাত্র দু’ বছরের মধ্যেই রাজধানী দিল্লিতে অস্তিত্ব হারাতে চলেছে আম আদমি পার্টি৷ রবিবার দিল্লির তিনটি পুরসভায় ভোটগ্রহণ হয়৷ এই প্রথম পুরভোটে ‘নোটা’ বা ‘নন অফ দ্য অ্যাবভ’ প্রয়োগের অধিকার পান ভোটাররা৷
রাজ্য নির্বাচন কমিশনার এস কে শ্রীবাস্তব জানিয়েছেন, এদিনের পুর নির্বাচনে ভোটদানের হার প্রায় ৫৪ শতাংশ৷ মোটামুটি শান্তিতেই মিটেছে ভোট৷ কোথাও বড় ধরনের কোনও গন্ডগোলের খবর নেই৷ এদিন সকালের দিকে ভোটদানের হার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুথগুলিতেও বেড়েছে মানুষের উপস্থিতি৷ তিনটি পুরসভার ২৭২টি ওয়ার্ডের মধ্যে এদিন ২৭০টি বুথে ভোট নেওয়া হয়েছে৷ প্রার্থীর মৃত্যুর কারণে এদিন দু’টি বুথে ভোট স্থগিত রাখা হয়৷
[পুরভোটে ইভিএমে দেদার কারচুপি, অভিযোগ কেজরিওয়ালের]
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, ২৭০টি ওয়ার্ডের মধ্যে বিজেপি একাই ২০২ থেকে ২২০টিতে জয়ী হতে চলেছে৷ আপ পেতে পারে ২৩ থেকে ২৫টি, ১৯-৩১টি ওয়ার্ডে জয়ী হয়ে তৃতীয় হতে পারে কংগ্রেস৷
উত্তর দিল্লি পুরসভার ১০৩টি ওয়ার্ডের মধ্যে ৭৮-৮৪টি পেতে পারে বিজেপি৷ আপ ও কংগ্রেস পেতে পারে ৮ থেকে ১২টি ওয়ার্ড৷ ৪১% ভোট যেতে পারে বিজেপিতে৷
দক্ষিণ দিল্লি পুরসভার ১০৪টি ওয়ার্ডের মধ্যে ৭৯-৮৫টি ওয়ার্ড পেতে পারে বিজেপি৷ আপ পেতে পারে ৯-১৩টি৷ এখানেও একেবারে শেষে থাকা কংগ্রেস পেতে পারে ৭-১১টি ওয়ার্ড৷ এখানে বিজেপি ৪৪% আসন জিততে পারে৷
একইভাবে পূর্ব দিল্লি পুরসভার ৬৩টি ওয়ার্ডের মধ্যে ৪৫-৫১টি পেতে পারে গেরুয়া দল৷ আপ পেতে পারে ৬-১০টি ও কংগ্রেসের দখলে থাকতে পারে ৪-৮টি ওয়ার্ড৷
সবমিলিয়ে ২০২ থেকে ২২০টি ওয়ার্ড যেতে পারে বিজেপির ঝুলিতে৷
রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর কয়েকটি বুথে ইভিএম ঠিকমতো কাজ করেনি৷ পূর্ব আজাদনগর এলাকার একটি বুথে ইভিএম বিকল থাকায় সকালে ভোট দিতে পারেননি বিজেপি নেতা অরবিন্দ সিং লাভলি৷ উত্তর দিল্লির বুরারি এবং দক্ষিণ-পশ্চিম দিল্লির কাপাশেরা এলাকায় কয়েকটি বুথে ইভিএম ঠিকমতো কাজ না করায় ভোটগ্রহণ কিছুটা বিলম্বিত হয় বলে কমিশন জানিয়েছে৷ এদিন ১৩ হাজার বুথে ভোটগ্রহণ করা হয়৷ ভোটারের সংখ্যা ছিল ১ কোটি ৩২ লক্ষ ১০ হাজার ২০৬৷ চলতি মাসের ২৬ তারিখে ভোটগণনা হবে৷ বেশ কয়েকটি বুথে ভোট দিতে গিয়ে ভোটার তালিকায় নাম না থাকায় ফিরে আসতে হয় মানুষকে৷ ভোটার তালিকা থেকে বাদ পড়া অনেকেই এদিন কমিশনের কাছে ক্ষোভ জানিয়েছেন৷ তবে তাঁদের অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হয়নি৷
রবিবার সকালে পূর্ব দিল্লির ১৪ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকায় নাম না থাকায় ভোট দিতে গিয়ে খালি হাতে ফিরতে হয় ব্যবসায়ী পবন চৌধুরিকে৷ দক্ষিণ দিল্লির ৬৭ নম্বর ওয়ার্ডে একই পরিস্থিতির সম্মুখীন হন গায়ত্রী দেবী৷ তবে কোথাও কোনও বড় সমস্যা তৈরি হয়নি৷ এ প্রসঙ্গে কমিশন জানিয়েছে, ভোটার তালিকা নিয়মিত সংশোধিত হয়ে থাকে৷ তালিকায় কোথাও কোনও ভুল থাকলে তা সংশোধন করার জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়৷ কিন্তু মানুষ তা না করাতেই এই সমস্যা হয়েছে৷
The post দিল্লিতেও গেরুয়া ঝড়ে উড়ে যাবে আপ-কংগ্রেস, ইঙ্গিত সমীক্ষায় appeared first on Sangbad Pratidin.