shono
Advertisement

করোনা আক্রান্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, রয়েছেন হোম আইসোলেশনে

টুইট করে সংক্রমণের কথা জানান সাংমা।
Posted: 03:42 PM Dec 11, 2020Updated: 03:42 PM Dec 11, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা (Conrad Sangma)। হালকা উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে বর্তমানে ঘরেই আইসোলেশনে রয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘কংগ্রেস দুর্বল হয়ে পড়েছে’, ইউপিএ চেয়ারম্যান পদে শরদ পওয়ারকে সমর্থন শিব সেনার]

শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে একটি টুইট করেন এনপিপি প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা। টুইটারে তিনি লেখেন, “আমি কোভিড-১৯ পজিটিভ। হালকা উপসর্গ থাকায় বর্তমানে ঘরেই আইসোলেশনে রয়েছি। গত পাঁচদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং প্রয়োজনে করোনা পরীক্ষা করান।” আপাতত বাড়ি থেকেই দপ্তরের কাজকর্ম চালাবেন সাংমা বলেই সূত্রের খবর, চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছেন তিনি।

উল্লেখ্য, উত্তরপূর্বের রাজ্যগুলির মধ্যে করোনার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অসমে। কিন্তু সতর্কতা সত্বেও মেঘালয়ে হানা দিয়েছে এই ভাইরাসটি। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি রাজ্যের স্বাস্থ্যবিভাগের। এদিকে, দেশে ফের ৩০ হাজারের নিচে নামল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরেই দেশে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলছিল। দৈনিক আক্রান্তের সংখ্যাটা ৩০ হাজারের আশেপাশেই ঘোরাফেরা করছিল। শুক্রবার তা ২৯ হাজারে নেমে এসেছে। আসলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশে করোনা সংক্রমণ বাড়ার যে আশঙ্কা করা হচ্ছিল, তা কার্যত ভুল প্রমাণিত হয়েছে। বস্তুত, শীত যত বাড়ছে সংক্রমণের মাত্রা ততটাই নিম্নমুখী। গত কয়েক সপ্তাহের পরিসংখ্যান সেকথাই বলছে। যা স্বাস্থ্যমন্ত্রকের জন্য বড়সড় স্বস্তির খবর।

[আরও পড়ুন: নাড্ডার নিরাপত্তায় ঘাটতি! রাজ্যপালের রিপোর্ট পেয়ে ডিজি-মুখ্যসচিবকে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement