shono
Advertisement

চিনের বাধার ‘প্রাচীর’টলাতে তৈরি মোদির ‘প্ল্যান বি’

চিন, পাকিস্তানের বিরোধিতা সামলাতে প্ল্যান বি রেডি রাখছে ভারত৷ The post চিনের বাধার ‘প্রাচীর’ টলাতে তৈরি মোদির ‘প্ল্যান বি’ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:01 PM Jun 22, 2016Updated: 02:53 PM Jun 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের প্রাচীর টপকানো সম্ভব না হোক, চিনের বাধার প্রাচীর টলাতে তৈরি ভারত৷ এনএসজিতে চিনের বিরোধিতা সামলাতে নয়া পরিকল্পনা নিল ভারত৷ যাকে বলা হচ্ছে মোদির ‘প্ল্যান বি’৷

Advertisement

এনএসজি-তে ভারতের প্রবেশ নিয়ে কখনও চিনের সুর নরম তো, কখনও গরম৷ চিনের ভারত বিরোধিতার কারণ হিসেবে তুলে ধরা হয়েছে এনএসজি-তে প্রবেশের আমেরিকার ঠিক করে দেওয়া নিয়ম৷ যে সমস্ত দেশ এনপিটি-র সদস্য নয়, তাদের এই পরমাণু ক্লাবে প্রবেশে না করেছিল আমেরিকা৷ কিন্তু ভারতের ক্ষেত্রে সেই নিয়ম লঙ্ঘিত হচ্ছে৷ যদিও এবার খোদ আমেরিকাই আছে ভারতের পাশে৷ ভারতের এনএসজি-তে প্রবেশ নিয়ে সওয়াল করছে আমেরিকা৷ পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়াও৷ এমত পরিস্থিতিতে চিনের সুর নরম করাই বাধ্য৷ কিন্তু সাবধানের মার নেই৷ আর তাই চিন, পাকিস্তানের বিরোধিতা সামলাতে ‘প্ল্যান বি’ রেডি রাখছে ভারত৷

সিওলে এনএসজি-র সদস্য দেশগুলির বৈঠকের আগে চিনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হওয়ার কথা প্রধানমন্ত্রীর৷ সেখানে যদি তিনি চিনকে বুঝিয়ে উঠতে পারেন তাহলে তো চুকেই গেল৷ তা যদি না সম্ভব তবে দ্বিতীয় পথও খোলা রাখা হচ্ছে৷  কেননা মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রধানমন্ত্রীর সুসম্পর্ক রয়েছে৷ তাই তিনি পদে থাকতে থাকতেই ভারত এনএসজিতে প্রবেশ পাকা করে নিতে চাইছে৷ এই পরিস্থিতিতে যে দেশগুলি ভারতের বিরুদ্ধে মত পোষণ করবে তাদের টার্গেট করা হবে ঠিক করা হয়েছে৷ এক একটি দেশকে পক্ষ আনতে অন্য বিভিন্ন দেশগুলির পারস্পরিক সম্পর্কের উপরও চোখ রাখা হচ্ছে৷ এইভাবে এক একটি দেশ যদি পারস্পরিক স্বার্থের নিরিখে ভারতের পক্ষে চলে আসে, তাহলে বিরুদ্ধ দেশ হিসেব চিনের মতো দেশগুলি স্বাভাবিকভাবে কোণঠাসা হয়ে পড়বে৷ সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা পেতে অসুবিধা হবে না ভারতের৷

ইতিমধ্যেই ভারতের এনএসজি-তে প্রবেশ আটকে দিয়েছে বলে আনন্দ প্রকাশ করেছে পাকিস্তান৷ পাক প্রধানমন্ত্রীর বিদেশনীতির উপদেষ্টা সরতাজ আজিজ জানিয়েছেন ভারতের প্রবেশ আটকাতে সফল হয়েছে পাকিস্তান৷ কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশগুলির সম্পর্কের রসায়ন যেদিকে এগোচ্ছে তাতে পাকিস্তানের এই আনন্দের কোনও ভিত্তি আছে বলে মনে হয় না৷ সিওলের বৈঠকে যদি বেশিরভাগ দেশ ভারতের পক্ষে সমর্থন জানায়, এবং এনপিটি-র সদস্য নয় এরকম দেশেরও এনএসজি-তে প্রবেশের অনুমোদন মেলে, তবে শুধু পাকিস্তানের জন্য চিন মুখ পুড়োবে বলে মনে হয় না৷ এনএসজি-তে প্রবেশে চিন ও পাকিস্তানের বাধা টপকাতে ভারতের এই পরিকল্পনাই বাজিমাত করবে বলে ধারণা বিশেষজ্ঞদের৷

The post চিনের বাধার ‘প্রাচীর’ টলাতে তৈরি মোদির ‘প্ল্যান বি’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement