নিরুফা খাতুন: গত কয়েকদিন ধরে জেলায় জেলায় চলছে ঝড়বৃষ্টি। আগামিকাল অর্থাৎ শনিবার থেকেই বদলাবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস। রবি ও সোমবারে বাড়বে তাপমাত্রা। তবে গরম দীর্ঘস্থায়ী হবে না। মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশঙ্কা রয়েছে ঝড়েরও।
আবহওয়াদপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পশ্চিমের জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে।
[আরও পড়ুন: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে সফরের আমন্ত্রণে বৈষম্য! ডাক পেল BJP, ‘ব্রাত্য’ বিরোধীরা]
উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সতর্কতা দিলেই নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ আবহাওয়াবিদদের।
মৌসম ভবন সূত্রে খবর, চলতি সপ্তাহেই আন্দামানে ঢুকছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা। আন্দামানে আগাম হলেও কেরলে দেরিতে ঢুকবে বর্ষা। এই মরশুমে কেরলে বর্ষা আসবে ৪ঠা জুন। অর্থাৎ এবছর বর্ষা দেরিতে ঢুকছে বলে জানিয়ে দিয়েছে মৌসম ভবন।