shono
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজি, অবিলম্বে বউবাজারে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য মেট্রোর

বউবাজার কাণ্ডের পরে রেলমন্ত্রী ঘুমোচ্ছেন বলেই কটাক্ষ ফিরহাদ হাকিমের। The post মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজি, অবিলম্বে বউবাজারে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য মেট্রোর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:12 PM Sep 05, 2019Updated: 05:19 PM Sep 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বউবাজার বিপর্যয়ের ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রস্তাবেই রাজি মেট্রো রেল কর্তৃপক্ষ। আপাতত ক্ষতিগ্রস্তদের পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলেই ঘোষণা করা হয়েছে। পরবর্তীকালে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘শিক্ষকদের বদলির ক্ষেত্রে আরও মানবিক হোন’, পরামর্শ মুখ্যমন্ত্রীর]

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জেরে টানেল তৈরির কাজ চলছিল। তার জেরেই বিপর্যয়ের শিকার বউবাজারের একাধিক বাড়ি। তার মধ্যে বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যেই ভেঙে পড়েছে। দাঁড়িয়ে থাকা বাড়িগুলির অবস্থাও বিশেষ ভাল না। যেকোনও মুহূর্তে ওই বাড়িগুলিও হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তার জেরে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে বাসিন্দাদের। মাথার গোঁজার ঠাঁই হারিয়ে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বউবাজারের ঘরহারাদের। তাঁদের পাশে দাঁড়িয়ে আগেই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো কর্তৃপক্ষেরও জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়ি দেওয়া উচিত বলেই জোরালো সওয়াল করেছিলেন তিনি। দেরিতে হলেও মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাবেই সায় দিল মেট্রো রেল কর্তৃপক্ষ।

কেএমআরসিএলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বউবাজারে বিপর্যয়ের শিকার পরিবারগুলিকে অবিলম্বে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। পরবর্তীকালে তাঁদের দেওয়া হবে বাড়ি। এমনকী, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে সকলকেই আর্থিক সাহায্য করা হবে। আপাতত ঘরহারাদের থাকা-খাওয়ার সমস্ত খরচ দেবে মেট্রো কর্তৃপক্ষ। সেক্ষেত্রে যদি কেউ চান নিজে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবেন, সেক্ষেত্রে তাঁর খরচও বহন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অথবা মেট্রোর তরফে ব্যবস্থা করা কোনও বাড়িতে আপাতত দিন কাটাতে পারেন বিপদগ্রস্তরা।

[আরও পড়ুন: নারদ কাণ্ডে ইকবাল আহমেদের বাড়িতে সিবিআই, কণ্ঠস্বর রেকর্ড করলেন তদন্তকারীরা]

এদিকে, বউবাজারে বিপর্যয়ের ইস্যুকে নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েছে রাজ্য এবং কেন্দ্র। বৃহস্পতিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “এত কাণ্ড ঘটলেও রেলমন্ত্রী ঘুমোচ্ছেন।” যদিও মেয়রের মন্তব্যের বিরোধিতা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “রেলমন্ত্রী ঘুমোচ্ছেন একথা ঠিক নয়। তিনি প্রতি মুহূর্তেই ঘটনার দিকে নজর রেখেছেন।” তবে রাজনৈতিক নেতানেত্রীদের আকচাআকচিতে কান দিতে নারাজ ক্ষতিগ্রস্তরা। হাহাকারের শব্দে ভারী বিপর্যয়ের শিকার হওয়া বউবাজার। কবে আদৌ পরিস্থিতি ঠিক হবে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে চতুর্দিকে।

The post মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজি, অবিলম্বে বউবাজারে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য মেট্রোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার