shono
Advertisement

Breaking News

সকালে ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট, আগুন আতঙ্কে ব্যাহত পরিষেবা

অফিসযাত্রীদের ভোগান্তি চরমে। The post সকালে ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট, আগুন আতঙ্কে ব্যাহত পরিষেবা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:36 AM Mar 07, 2019Updated: 09:38 AM Mar 07, 2019

নব্যেন্দু হাজরা: লাইনে আগুনের ফুলকি, আতঙ্ক দমদম স্টেশনে। বৃহস্পতিবার সাতসকালে শহরে ফের মেট্রো বিভ্রাট। আপাতত গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। যাত্রীদের ভোগান্তি চরমে।

Advertisement

[তপসিয়ায় পুলিশকর্মীদের উপর হামলা, গোয়েন্দাদের জালে ৩ অভিযুক্ত]

সকালের আলসেমি কাটিয়ে সবে অফিসের দিকে রওনা দিয়েছে শহরবাসী। শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে ভিড় বাড়তে শুরু করেছে যাত্রীদের। আর ঠিক তখনই ঘটল বিপত্তি। জানা গিয়েছে, বৃহস্পতিবার সাতসকালে দমদমে স্টেশনে মেট্রোর লাইনে আগুনে ফুলকি দেখা যায়। যথারীতি ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি ডাউন লাইনে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত পরিষেবা বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। তবে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাইন লাইনে মেট্রো চলছে। শেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি। সাতসকালে এমন ঘটনায় ফের ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। দমদম-সহ শহরের সমস্ত স্টেশনেই অফিসযাত্রীদের ভিড় জমে গিয়েছে।

কিন্তু লাইনে কেন আগুনের ফুলকি দেখা গেল? মেট্রো কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক গোলযোগের কারণে এমন বিপত্তি। তবে যাত্রীরা সকলেই নিরাপদ। কখনও যান্ত্রিক গোলযোগ তো কখনও আবার আগুন। শহরের মেট্রো পরিষেবা নিয়ে ক্ষোভ বাড়ছে যাত্রীদের। ক্ষোভ এতটাই যে, কলকাতায় মেট্রো বন্ধ করে দেওয়ার দাবিও ওঠেছে। দিন কয়েক আগেই মহানায়ক উত্তমকুমার থেকে নেতাজি স্টেশনের দিকে যাওয়ার পখে মেট্রোর তৃতীয় লাইনে আগুনের ফুলকি দেখা গিয়েছিল। সেবারও পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছিলেন যাত্রীরা।   

[ নীল-সাদা ছটায় তৃণমূলের নতুন লোগো, প্রোফাইলের ছবি বদলালেন মমতা]

The post সকালে ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট, আগুন আতঙ্কে ব্যাহত পরিষেবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement