নব্যেন্দু হাজরা: সাতসকালে বিপর্যস্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবা। গিরীশ পার্ক স্টেশনে মেট্রোর লাইনে ‘ফাটল’ দেখা দিয়েছে বলে খবর। যার জেরে সকাল ৮ টা থেকে দমদম থেকে গিরীশ পার্ক পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল। স্বাভাবিকভাবেই বিপর্যস্ত ডাউন লাইনের পরিষেবা। যার জেরে বিপাকে অফিস যাত্রীরা। কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ বেলগাছিয়া থেকে শ্যামবাজার আসার পথে লাইনে অস্বাভাবিকতা চোখে পড়ে চালকের। সূত্রের খবর, মেট্রোর লাইনে ফাটল দেখা দিয়েছে। যদিও এখনও অবধি সেকথা মেট্রোর তরফে স্বীকার করা হয়নি। এদিকে লাইনে অস্বাভাবিকতা দেখার সঙ্গে সঙ্গে মোটরম্যান সতর্ক করে দেয় পিছনের মেট্রোর চালকদের। শ্যামবাজার ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ে মেট্রোটি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।
[আরও পড়ুন: কোলের সন্তানকে নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছে স্ত্রী! ফিরে পেতে ৩ মাস ধরে রোজ থানায় যাচ্ছেন স্বামী]
মেট্রোর তরফে জানানো হয়েছে, গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। আপ লাইনে মেট্রো চলাচলে এর কোনও প্রভাব পড়েনি। এদিকে দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্তও চলছে মেট্রো। কিন্তু দমদম থেকে গিরীশ পার্ক পর্যন্ত পরিষেবা বন্ধ থাকায় বিপাকে উত্তর কলকাতা ও উত্তর শহরতলির যাত্রীরা। কারণ, কম সময়ে গন্তব্যে পৌঁছতে উত্তরের শহরতলির বহু মানুষ লোকাল ট্রেনে দমদম এসে সেখান থেকে মেট্রো ধরেন। কিন্তু সাতসকালের এই বিভ্রাটের জেরে নাকাল হচ্ছেন তাঁরা।
মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। লাইনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কতক্ষণে মেট্রো চলাচল শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা দ্রুত পরিবর্তনের জেরে বছরের এই সময় মেট্রোর লাইনে ফাটল দেখা দেওয়ার সম্ভাবনা থেকেই যায়। তবে ফাটলের কথা এখনও পর্যন্ত মেট্রোর তরফে স্বীকার করা হয়নি।
[আরও পড়ুন: বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২৭২৩, সামান্য বাড়ল মৃত্যু]
এ প্রসঙ্গে কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র জানান, “বেলগাছিয়া-শ্যামবাজারের মাঝে লাইনে সমস্যা দেখা গিয়েছে। যার জেরে দমদম থেকে গিরীশ পার্ক পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল। ফাটল কিনা তা এখনও বলা যাচ্ছে না। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।”