shono
Advertisement

‘একটি হার মানেই রোহিত খারাপ অধিনায়ক নয়’, হিটম্যানের পাশে এবার প্রাক্তন অজি অধিনায়ক

বিশ্বকাপের আগে নেতৃত্ব নিয়ে হঠকারিতা করতে ভারতকে নিষেধ করছেন প্রাক্তন অজি তারকা।
Posted: 07:57 PM Jun 19, 2023Updated: 07:57 PM Jun 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ওভাল বিপর্যয়ের পর থেকে সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিশ্ব টেস্ট ফাইনালে তাঁর দলগঠন এবং টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের জন্য তীব্র সমালোচনা ধেয়ে এসেছে হিটম্যানের দিকে। কিন্তু এক অস্ট্রেলিয়ান প্রাক্তন তারকা পাশে এসে দাঁড়িয়েছেন রোহিত শর্মার। তিনি মাইকেল ক্লার্ক (Michael Clarke)।

Advertisement

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে পরামর্শ দিয়ে তিনি বলছেন, ”আমি রোহিতের উপরে আস্থা রাখছি। আমার মতে, রোহিত ভাল অধিনায়ক। ওর আগ্রাসী মনোভাব আমার পছন্দ। যতটা ইতিবাচক থাকা সম্ভব, রোহিত ঠিক ততটাই পজিটিভ থাকার চেষ্টা করে। নেতা হিসেবে অনেক সাফল্য পেয়েছে রোহিত। আইপিএলে ওর রেকর্ড দেখলেই তা বোঝা যায়।”

[আরও পড়ুন: ‘ইস্টবেঙ্গলের কোচ হিসেবে কুয়াদ্রাতই সেরা’, নয়া মরশুম নিয়ে আশাবাদী স্প্যানিশ তারকা ক্রেসপো]

এগিয়ে আসছে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের আগে অধিনায়ক হিসেবে রোহিতকে সরিয়ে দেওয়াটা উচিত হবে না বলে মনে করেন ক্লার্ক। প্রাক্তন অজি অধিনায়কের পরামর্শ, বড় প্রেক্ষাপটের দিকে তাকাতে হবে ভারতীয় দলকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটি ম্যাচে ভারত হেরে গিয়েছে বলে অধিনায়ককে সমালোচনা করা উচিত নয়। ক্লার্ক বলছেন, ভারত টেস্ট ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছিল মানে দলটা ধারাবাহিকতা দেখিয়েছে গত চার বছর ধরে।

ক্লার্ক বলছেন, ”বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত হেরে গিয়েছে মানে রোহিত শর্মা খারাপ অধিনায়ক, তা আমি মনে করি না। ভারত পরপর দু’ বার বিশ্ব টেস্ট ফাইনালে উঠেছে। এটাই প্রমাণ করে দলটা দারুণ ধারাবাহিক। এই তথ্যই প্রমাণ করে গত চার বছর ধরে কী ধরনের ক্রিকেট খেলেছে ভারতীয় দল। বিশ্বকাপ এগিয়ে আসছে, এই সময়ে স্থিতিশীলতা বজায় রাখা দরকার।”

[আরও পড়ুন: ‘ইস্টবেঙ্গলে খেলেই আমি খাবরা হয়েছি’, সাত বছর পরে লাল-হলুদে ফিরে নস্ট্যালজিক পাঞ্জাবতনয়]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement