সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে ভারতের হারের পরই ‘গেল গেল’ রব উঠেছে সর্বত্র। ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার মাইকেল ভন (Michael Vaughn) ভারতীয় দলকে একহাত নিয়েছেন। ভন বলেছেন, ভারতের সুনাম যতটা, ততটা সাফল্য অর্জন করতে পারেনি। সাফল্যের ঝুলি কার্যত ফাঁকা ভারতের। এভাবেই ভারতকে কটাক্ষ করেছেন ভন।
মাইকেল ভন এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচের ধারাভাষ্য দিচ্ছেন। সেই ভন ভারত হারতেই বলছেন, ”সাম্প্রতিক কালে কিছুই অর্জন করতে পারেনি ভারত। আমার মতে ভারত বিশ্বের সবচেয়ে কম সাফল্য পাওয়া একটা দল। ওরা কিছুই জিততে পারেনি। শেষ বার কবে ভারত কিছু জিতেছে? ওরা অস্ট্রেলিয়ায় দুবার জিতেছে। এটা এককথায় দারুণ ব্যাপার। কিন্তু গত কয়েকটি বিশ্বকাপে ওরা কিছুই করে উঠতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপও অধরা থেকে গিয়েছে।”
[আরও পড়ুন: হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের স্বপ্ন অধরা আর্সেনালের, হার টটেনহ্যামেরও]
ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। পরিকাঠামোও দারুণ। তবুও আসল সময়ে ভারতের রথ থমকে যায়। ভন বলছেন, ”ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। কিন্তু প্রতিভা ও পরিকাঠামো থাকলেও ওরা কিছুই জিততে পারেনি।”
আইসিসি ট্রফিতে দীর্ঘদিন সাফল্য আসেনি ভারতের ঝুলিতে। এবার ঘরের মাঠে সেই সম্ভাবনা তৈরি হয়েছিল। বিশ্বচ্যাম্পিয়ন হতেই পারত ভারত। কিন্তু অস্ট্রেলিয়া ভারতের স্বপ্ন ভেঙে দেয়। বিশ্বকাপের পরে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট ম্যাচে লজ্জাজনক ভাবে হারের পরে চারদিকে ভারতের সমালোচনা শুরু হয়েছে।