সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি দমনে ফের সাফল্য পেল ভারতীয় সেনা। রবিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে অনুপ্রবেশের ছক রুখে দিল কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গি নিকেশ হয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি।
সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণরেখা বরাবর রুটিন নজরদারি চালানোর সময় আচমকাই কয়েকজন সন্দেহভাজন জঙ্গির গতিবিধি চোখে পড়ে নিরাপত্তারক্ষীদের। সেনা ও পুলিশের যৌথবাহিনী ওই জঙ্গিদের তাড়া করে। বিপদ বুঝে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। শুরু হয় তীব্র গুলির লড়াই। শেষ পর্যন্ত এদিনের গুলির লড়াইতে এক জঙ্গির মৃত্যু হয়।
প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র সংবাদ সংস্থাকে এদিন জানিয়েছেন, ‘অনুপ্রবেশের ছক রুখে এক জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। অভিযান এখনও চলছে। এদিনই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী বেঙ্কাইয়া নায়্ডুও। তিনি জানিয়েছেন, পাকিস্তান যেন একাত্তরের স্মৃতি ভুলে না যায়।
[৩ বছরে কত কালো টাকা উদ্ধার হল? সুপ্রিম কোর্টে জবাব কেন্দ্রর]
The post কুপওয়ারায় অনুপ্রবেশের ছক বানচাল, সেনার গুলিতে নিকেশ জঙ্গি appeared first on Sangbad Pratidin.