shono
Advertisement

‘ফিল্মের সেট পেয়েছেন’! সংসদে ছবি তুলে নেটদুনিয়ায় প্রশ্নের মুখে মিমি-নুসরত

মিমি,নুসরতদের পোশাক নিয়েও চলছে সমালোচনা৷ The post ‘ফিল্মের সেট পেয়েছেন’! সংসদে ছবি তুলে নেটদুনিয়ায় প্রশ্নের মুখে মিমি-নুসরত appeared first on Sangbad Pratidin.
Posted: 03:23 PM May 28, 2019Updated: 05:01 PM May 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের ময়দানে পা রাখা থেকেই সমালোচিত নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী৷ দুজনেই এখন সাংসদ৷ সোমবার প্রথবার সংসদেও যান তাঁরা৷ সেখানে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের দুই তারকা সাংসদ৷ ওই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন নুসরত, মিমি৷ সংসদের সামনে দাঁড়িয়ে ফটোসেশনের কী দরকার? এই প্রশ্ন তুলে নব্য দুই সাংসদের সমালোচনায় মুখর নেটিজেনরা৷ মিমি, নুসরতের পোশাক নিয়েও কটাক্ষ করেছেন অনেকেই৷

Advertisement

[ আরও পড়ুন: সপ্তাহে দুদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, ঘোষণা সিকিমের মুখ্যমন্ত্রীর]

টলিপাড়ায় গুঞ্জনের সৌজন্যে মোটামুটি সকলেই জানেন মিমি এবং নুসরতের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ৷ তাই তার প্রতিফলন দেখা যায় সংসদের সামনেও৷ সেখানেও নুসরত এবং মিমিকে একইসঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে৷  প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটে হারিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন নুসরত জাহান৷ প্রায় তিন লক্ষের বেশি ভোট পেয়েছেন তিনি৷ আরেকদিকে, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে মিমিও বিপুল ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে৷ সোমবার প্রথম দিল্লিতে সংসদ ভবনে যান তৃণমূলের দুই তারকা সাংসদ৷ মেরুন রঙের ফর্মাল পোশাকে সংসদে যান নুসরত৷ সংসদে ঢোকার আগে ছবি তোলেন নুসরত৷ হাসি হাসি মুখে তোলা সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷  সাদা শার্ট, নীল জিনস এবং স্নিকার্স পরিহিতা যাদবপুরের সাংসদ মিমিও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷

[ আরও পড়ুন: ঝাড়খণ্ডে মাওবাদী হামলা, ধারাবাহিক বিস্ফোরণে আহত ১১ জন জওয়ান]

মিমি, নুসরতদের ছবি ভাইরাল হতেই সমালোচনার ঢেউ৷ কেউ কেউ বাংলার দুই তৃণমূল সাংসদের রূপের প্রশংসা করেছেন৷ আবার কেউ কেউ তাঁদের এভাবে দেখে রেগে আগুন৷ ক্ষুব্ধ নেটিজনদের অনেকেই নুসরতকে লিখেছেন, ‘‘এটা ফটোশুটের জায়গা নয়৷ এটি মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের জায়গা৷’’ প্রায় একই ভাষায় মিমিকে আক্রমণ করেছেন নেটিজেনদের একাংশ৷ তাঁরা লিখেছেন, ‘‘এটা আপনার ছবির শুটিংয়ের সেট নয়৷ আপনি কি সংসদে নাটক করতে গিয়েছেন?’’ কোনও কোনও নেটিজেন তো আবার মিমি-নুসরতের এভাবে ছবি পোস্ট করাকে ‘লজ্জাজনক’ বলেও তোপ দেগেছেন৷ সমালোচনা করতে গিয়ে দুই সাংসদের পোশাক নিয়েও খোঁচা দিয়েছেন কেউ কেউ৷ ফর্মাল পোশাকে সংসদে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই৷ এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সমালোচনার শিকার হয়েছেন মিমি-নুসরত৷ কখনও গ্লাভস বিতর্ক, তো আবার কখনও বদমেজাজি অভিযোগের সঙ্গে নাম জুড়েছে মিমির৷ নুসরতকেও নানা ইস্যুতেই আক্রমণ করেছেন বিরোধীরা৷ এবার সেই তালিকাতেই জুড়ল সংসদ চত্বরে দাঁড়িয়ে ছবি তোলার প্রসঙ্গ৷ তবে নতুন কেরিয়ারে পথে এসব সমালোচনাকে মোটেই গুরুত্ব দিতে চান না তৃণমূলের তারকা সাংসদ৷

The post ‘ফিল্মের সেট পেয়েছেন’! সংসদে ছবি তুলে নেটদুনিয়ায় প্রশ্নের মুখে মিমি-নুসরত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement