shono
Advertisement

Breaking News

‘বাংলার বিধায়কদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়’, ‘পঞ্চায়েত’সিরিজ দেখে সরব মিমি

'পঞ্চায়েত সিজন টু' দেখে এমন মত অভিনেত্রী-সাংসদের।
Posted: 09:38 PM Jun 23, 2022Updated: 09:44 PM Jun 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার গ্রামে এমন হয় না! ওয়েব সিরিজে দেখে এমনটাই মত তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর। টুইট করে বাংলার গ্রাম ও বিধায়কদের নিয়ে সরব হলেন মিমি চক্রবর্তী!

Advertisement

তা মিমি ঠিক কী লিখেছেন টুইটারে?

মিমি (Mimi Chakraborty) লিখেছেন, ‘আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম। যেখানে দেখানো হয়েছে, গ্রামের মানুষ বিধায়কদের কাছে পৌঁছতে পারেন না। এমনকী, গ্রামের প্রধানেরও বিধায়কের কাছে পৌঁছতে কালঘাম ছুটে যায়। একটা রাস্তা তৈরির প্রয়োজন গ্রামে। সেকথা বিধায়কের অজানা।’

এই টুইটে মিমি আরও লেখেন, ‘আমাদের রাজ্যের সব বিধায়ক, সাংসদ, পার্টির নেতাদের কাছে সাধারণ মানুষ খুব সহজেই পৌঁছতে পারে।’

[আরও পড়ুন: পুলিশের বিজ্ঞাপনে রুদ্রনীলের ছবি! ‘বিরোধী হয়েও এমন কাণ্ড’, হতবাক অভিনেতা ]

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। প্রথম সিজনের মতো,দ্বিতীয় সিজনও দারুণ হিট। সেই ওয়েব সিরিজই দেখে ফেলেছেন মিমি। আর তা দেখে সোজা টুইটারে লিখে ফেললেন মিমি। বাংলার গ্রামের মানুষ যে অনেক ভাল আছেন, তাই জানিয়ে দিলেন অভিনেত্রী-সাংসদ।

সম্প্রতি মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘মিনি’। ছবিটিতে উঠে আসে মাসি ও বোনঝির গল্প। বক্স অফিসে বেশ ভালই সফল হয় ছবি। প্রশংসিত হয় মিমির অভিনয়ও।

[আরও পড়ুন: মাদক মামলায় বিপাকে রিয়া, NCB’র খসড়া চার্জশিটে অভিযুক্ত অভিনেত্রীর ভাই সৌভিকও ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement