shono
Advertisement

রবি ঠাকুর-আইনস্টাইনের সমকক্ষ বিপ্লব দেব! ত্রিপুরার শিক্ষামন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক

পালটা দিল বিরোধীরা।
Posted: 05:07 PM May 21, 2022Updated: 06:19 PM May 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনস্টাইন নাকি এদেশে জন্মেছেন! ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব (Tripura Former CM Biplab Kumar Deb) সুভাষচন্দ্র বসু, রবি ঠাকুর, আইনস্টাইনের সমকক্ষ! ত্রিপুরার সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এমনই সব বিতর্কিত মন্তব্য করে বসলেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তাঁর এহেন মন্তব্যের জেরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

শুক্রবার ত্রিপুরার (Tripura) ভোলা জেলায় এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বসলেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, “প্রাক্তন মুখ্যমন্ত্রী (বিপ্লবকুমার দেব) আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন। অন্য কোনও মুখ্যমন্ত্রী আমাদের স্বপ্ন দেখাতে পারেননি।”

[আরও পড়ুন: চলতি মাসের শেষে ফের জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া ও বাঁকুড়ায় দলীয় কর্মসূচি]

এ কথা বলতে গিয়ে রতনলাল নাথ বলেন, “আমাদের দেশে জন্ম নিয়েছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আইনস্টাইন। যারা স্বপ্ন দেখিয়েছিলেন। আমাদের রাজ্যে জন্মগ্রহণ করেছেন বিপ্লবকুমার দেব।” যা দেখে ওয়াকিবহাল মহল বলছে,রবি ঠাকুর-আইনস্টাইনের সঙ্গে একই সারিতে বসিয়েছেন শিক্ষামন্ত্রী। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

 

বিজেপির মন্ত্রীকে পালটা দিয়েছে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তাঁর কথায়, “তিনি নিজের মতোই বলতেই পারেন। আসলে বিজেপির অন্দরে তুষ্টিকরণের রাজনীতি চলে। এটা তোষামোদির রাজনীতি। আসলে বিজেপি প্রচার ভালবাসে।” তিনি আরও বলেন, ত্রিপুরার একাংশ বন্যায় ভাসছে। সেদিকে সে রাজ্যের সরকারের নজর নেই। এসব তোষামোদি করে যাচ্ছে। এটা অত্যন্ত নিম্নমানের রাজনীতি।” নিন্দায় সরব হয়েছেন বামেরাও। 

[আরও পড়ুন: মাসির বাড়ি বেড়াতে যাওয়াই কাল! তপসিয়ায় ২১তলা থেকে ‘মরণঝাঁপ’ দশম শ্রেণির পড়ুয়ার]

২০২৩ সালে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার ঠিক ১০ মাস আগেই নিঃশব্দে পদ ছেড়েছেন বহু বিতর্কের ‘নায়ক’ বিপ্লব দেব। জানিয়েছেন, দলের স্বার্থে সংগঠনের কাজ করবেন তিনি। বদলে বর্তমানে ত্রিপুরা বিজেপির সভাপতি ডা. মানিক সাহা হন মুখ্যমন্ত্রী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement