সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিমে গিয়ে জোর কসরত করেন। পোস্ট জিম ছবিও পোস্ট করেন। এদিকে ভয়ে কাবু মীর আফসার আলি (Mir Afsar Ali)। ভয়ের চোটে লুকিয়ে ছিলেন টেবিলের নিচে। সেখান থেকেই টেনে বের করে আনলেন পরিচালক।
কীসের এত ভয় মীরের?
সানডে সাসপেন্স পড়তেই এত ভয় পাচ্ছেন মীর। কারণ ১২৭ পাতার গল্প রয়েছে এবার। সেই ভয়েই লুকিয়ে ছিলেন টেবিলের নিচে। মীরকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হন পরিচালক দীপ। তারকাকে টেনে টেবিলের নিচে থেকে বের করেন। রীতিমতো মারতে মারতে গল্প পড়তে নিয়ে যান। পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেছেন অত্রি ভট্টাচার্য। আপলোড করেছেন মীর।
[আরও পড়ুন: এবার দক্ষিণে সলমন ম্যাজিক, তেলুগু ছবিতে সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে জুটিতে দাবাং খান]
মজার ছলেই পোস্টটি করেছেন মীর। এমন পরিহাস তিনি সোশ্যাল মিডিয়ায় করেই থাকেন। তিনিই পারেন ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসে পড়তে। আবার তাকে ‘সিরিয়াস পোস্ট’ বলে ব্যাখ্যাও করতে পারেন।
এর আগে মজার ছলে নানা কাণ্ড বাঁধিয়েছেন মীর। ময়দানে পুলিশের হাতে ধরা পড়ার ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, “কেত মেরে ময়দানে ঘোড়ায় চড়লাম… পুলিশ এসে কেস দিয়ে দিল! বললো “লাইসেন্স কোথায়?!” পরে জানান, একটি শুটিং করতে ময়দান চত্বরে গিয়েছিলেন তিনি। শখ মেটাতেই ঘোড়ায় চেপে বসেছিলেন। শুটিংয়ের অনুমতি নেওয়া আছে কিনা তা দেখতেই পুলিশ অফিসার এসেছিলেন। কিছুক্ষণ কথাবার্তার পর তিনি ছবি তোলার অনুরোধ জানান। তখনই মজা করে ছবিটি তোলার কথা ভাবেন। মীরের এমন কাণ্ডকারখানা বেশ উপভোগ করেন নেটিজেনরা। প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। বুধবারের পোস্টেও তার ব্যতিক্রম হয়নি।