shono
Advertisement

Breaking News

টাকা লেনদেনে চরম ভোগান্তি, ক্ষুব্ধ আম আদমি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া একটা সিদ্ধান্তে রাতারাতি দেশ জুড়ে তোলপাড় হয়ে গিয়েছে৷ The post টাকা লেনদেনে চরম ভোগান্তি, ক্ষুব্ধ আম আদমি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:14 AM Nov 11, 2016Updated: 06:50 PM Nov 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়িতে তখন দুপুর দু’টো৷ ব্যাঙ্কের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোককে জিজ্ঞেস করা হল, ক’টা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তিনি৷ জানালেন সাড়ে ন’টা থেকে৷ অর্থাৎ টাকা লেনদেনের জন্য রোদের মধ্যে প্রায় সাড়ে চার ঘণ্টা অপেক্ষারত তিনি৷ চোখে-মুখে ক্লান্তির ছাপ৷ হাতের ঘড়িটার দিকে বারবার নজর৷ দৈনন্দিন জীবনের অনেক কাজই পড়ে রয়েছে৷ ভাবছেন, কখন এই সমস্যা মিটবে আর হাঁফ থেকে বাঁচবেন৷

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া একটা সিদ্ধান্তে রাতারাতি দেশ জুড়ে তোলপাড় হয়ে গিয়েছে৷ ৫০০ এবং ১০০০ টাকার নোট জমা ও টাকা তোলা নিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হয়েছে সাধারণ মানুষ৷ তা সত্ত্বেও মোদির নেওয়া ঐতিহাসিক এই সিদ্ধান্তকে সমর্থন করছেন সেই ভদ্রলোক৷ বলছেন, “এতে যদি দেশের ভাল হল, ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তবে এটুকু নাজেহাল হতে আমরা রাজি৷” তিনি একা নন৷ তাঁর পাশে দাড়িয়ে থাকা বেশ কিছু মানুষের গলাতেও একই সুর৷ তবে শুকিয়ে যাওয়া গলায় একটাই আর্জি, হাতে আর একটু সময় দিলে ভাল হত৷

লম্বা লাইনে অবশ্য মোদির সিদ্ধান্তের বিরুদ্ধেও সরব হতে দেখা গেল অনেককে৷ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলা গোটা ঘটনায় বেশ বিরক্ত৷ তিনি কিছুতেই প্রধানমন্ত্রীর এমন হটকারি সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না৷ বলছেন, “মোদির সিদ্ধান্তে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে৷ কালো টাকা আটকানোর আরও অনেক পথ খোলা ছিল৷ বিশেষ করে ব্যাঙ্কের ব্যবহারে অপমানিত তিনি৷ তাঁর অভিযোগ, ব্যাঙ্ক মোটেই সাহায্য করছে না৷ ব্যাঙ্ককর্মীরা অন্তত্য খারাপ ব্যবহার করছেন তাঁদের সঙ্গে৷ অনেকে আবার জানাচ্ছেন, ব্যাঙ্কে এখনও ৫০০ এবং ২০০০ টাকার নোটই এসে পৌঁছয়নি৷ ফলে ব্যাঙ্ক শুধু টাকা জমাই নিচ্ছে৷ প্রতিশ্রুতি মতো একদিনে ১০ হাজার টাকা তোলা যাচ্ছে না৷

বুধবার হাসপাতাল থেকে রেলের টিকিট কাউন্টার, সব জায়গাতেই ভোগান্তি হয়েছে আমআদমির৷ আর এদিন ব্যাঙ্ক এবং ডাকঘরে টাকা লেনদেন করতে গিয়েও দিনভর ভুগতে হচ্ছে দেশবাসীকে৷ সবমিলিয়ে ‘দেশসেবা’র অংশীদার হয়েও সাধারণ মানুষের মন মেজাজ ভাল নেই৷ প্রশ্ন একটাই, কবে এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে?

The post টাকা লেনদেনে চরম ভোগান্তি, ক্ষুব্ধ আম আদমি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement