shono
Advertisement

এক কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ! ভোটের মুখে প্রকল্প চালু কেন্দ্রের

সৌরশক্তির ব্যবহার বাড়াতে নয়া উদ্যোগ মোদি সরকারের।
Posted: 08:57 PM Feb 29, 2024Updated: 08:57 PM Feb 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরশক্তির ব্যবহার বাড়াতে দেশের ১ কোটি পরিবারকে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। এর পর গত ১৩ ফেব্রুয়ারি এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে দিল কেন্দ্র।

Advertisement

দেশের ১ কোটি পরিবারকে সৌরবিদ্যুৎ পরিষেবা প্রদানের এই কর্মসূচির নাম কেন্দ্র দিয়েছে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর, বিনামূল্যে বিদ্যুৎ যোজনা’। এই প্রকল্পের অধীনে আবেদন করলে আম নাগরিককে কম খরচে সোলার প্যানেল বসাতে সাহায্য করবে কেন্দ্র। এমনকী সোলার প্যানেল বসিয়ে দেওয়ার পর মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এর ফলে এই পরিবারগুলির বার্ষিক সাশ্রয় হবে ১৫ থেকে ১৮ হাজার টাকা। এই প্রকল্পে মোট বরাদ্দ করা হয়েছে ৭৫ হাজার ২১ কোটি টাকা।

[আরও পড়ুন: হিংসাদীর্ণ মণিপুরে অপহৃত এসপি! অস্ত্র নামিয়ে প্রতিবাদ কমান্ডোদের]

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানিয়েছেন, নয়া প্রকল্পের আওতায় সাধারণ নাগরিকদের সোলার প্যানেল বসাতে সাহায্য করবে সরকার। ২ কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেলের কেনার ক্ষেত্রে ৬০ শতাংশ ভরতুকি দেবে কেন্দ্র। ২ কিলোওয়াটের বেশি প্যানেলের ক্ষেত্রে ভরতুকি দেওয়া হবে ৪০ শতাংশ। অর্থাৎ এক কিলোওয়াটের প্যানেলে ভরতুকি ৩০ হাজার, দুই কিলোওয়াটে ৬০ হাজার এবং ৩ কিলোওয়াটে ৭৮ হাজারের মতো। এর ফলে ১৭ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলেও দাবি সরকারের।

[আরও পড়ুন: উদ্ধার করেছিলেন উত্তরকাশীর শ্রমিকদের, গুঁড়িয়ে দেওয়া হল সেই যুবকের বাড়ি]

লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে এই প্রকল্প কার্যকর করতে মরিয়া কেন্দ্রের বিজেপি (BJP) সরকার। পুরোপুরি না হলেও আংশিকভাবে যদি প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলেও লোকসভার প্রচারে তা ভীষণভাবে ব্যবহার করা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement