সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় অভিনেত্রী রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে। যেভাবে প্রযুক্তির কারসাজিতে তরুণীর মুখ বদলে রশ্মিকার মুখটি বসিয়ে দেওয়া হয়েছে, তাতে আতঙ্কে অনেকেই। এর বিরুদ্ধে রয়েছে কড়া আইন। যে আইনের কথা নতুন করে মনে করিয়ে দিল কেন্দ্র।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে ভুয়ো খবর, ছবি, ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রবণতা ক্রমে বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে তাই ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। নেটদুনিয়ায় এধরনের ডিপফেক ভিডিও ভাইরাল হলে কী কী শাস্তি হতে পারে, তা জানিয়েছে মন্ত্রক।
[আরও পড়ুন: শুভেন্দুর হুঙ্কারের মাঝেই এবার রাজ্যের মন্ত্রীকে আয়কর তলব, নজরে ছেলেও]
তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৬ডি ধারায় স্পষ্ট বলা আছে, কম্পিউটার রিসোর্সকে কাজে লাগিয়ে যদি কেউ যোগাযোগের মাধ্যমকে ভুল ভাবে কাজে লাগানোর চেষ্টা করে, কিংবা কোনও ব্যক্তির সঙ্গে বিশ্বাস ঘাতকতা করা হয়, তাহলে তিন বছর পর্যন্ত জেল এবং ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানাচ্ছেন, প্রত্যেক ভারতীয় যাতে সুরক্ষিত থাকে এবং তাদের বিশ্বাস অর্জন করাই মোদি সরকারের কাজ। একইসঙ্গে রশ্মিকাকেও পুলিশি অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছেন চন্দ্রশেখর।
মুক্তির অপেক্ষায় ‘অ্যানিম্যাল’। তার মাঝেই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে রশ্মিকার এক বিকৃত ভিডিও। ভিডিওটি দেখে আপাত দৃষ্টিতে রশ্মিকা বলে ভুল করতে পারেন যে কেউ। তবে যদি একটু গভীরভাবে খুঁটিয়ে দেখেন, তাহলেই ধরতে পারবেন প্রযুক্তির কারসাজি। ওই ভিডিও আসলে জারা প্যাটেল নামের তরুণীর। তার মুখেই রশ্মিকা মন্দানার মুখ বসিয়ে বিকৃত করা হয়েছে। সেই প্রেক্ষিতে সুর চড়ান অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan)। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। গোটা ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে রশ্মিকা মন্দানা জানান, “বিষয়টি অত্যন্ত ভয়ংকর।”