shono
Advertisement

স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোদি-মমতা

নতুন ভারত গড়ার ডাক মুখ্যমন্ত্রীর৷ The post স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোদি-মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:27 AM Aug 15, 2018Updated: 10:57 AM Aug 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দেশের ৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মধ্যরাতে স্বাধীনতা দিবস উদযাপন করে মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, ‘‘স্যালুট জানাযই আমাদের মহান জাতিকে৷ আমার সমস্ত ভাই ও বোনেদের শুভেচ্ছা৷’’ দেশের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘আমাদের দেশকে শীর্ষ পৌঁছে দিতে হবে৷ সংবিধানকে মান্যতা দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের৷ আসুন আমরা তাঁদের স্মরণ করি, যাঁরা জীবন দিয়ে ভারতকে শ্রেষ্ঠ ভারত করে তুলতে চেয়েছিলেন৷ আমারা তাঁদের স্মরণ করি যাঁরা সত্যিকারের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন৷’’

Advertisement

[দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস, লালকেল্লায় ভাষণ প্রধানমন্ত্রীর]

স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের প্রতিও শ্রদ্ধা জানান প্রাক্তন রাষ্ট্রপতি৷  বলেন, ‘‘স্বাধীনতা দিবসে দেশের প্রতিটি মানুষকে আমার শুভকামনা জানাই৷ সকলে একসঙ্গে আমরা দেশের স্বাধীনতা সংগ্রামী ও শহিদ যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের শ্রদ্ধাজ্ঞাপন করি৷’’ এদিন সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘‘আমাদের জাতির গঠন সম্পূর্ণ করতে গেলে প্রত্যেক ভারতবাসী অশিক্ষা, ক্ষুধা, দারিদ্র দূর করতে হবে৷ আমাদের সকলকে এই কাজের জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে৷’’

[স্বাধীনতা দিবসের প্রাক্কালে অহিংসা ও নারী ক্ষমতায়নের বার্তা রাষ্ট্রপতির]

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির থেকেও গুরুত্বপূর্ণ নীতি। মজবুত নীতি নিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ায়ই সরকারের লক্ষ্য। সরকারের চেষ্টা, ভারত বিশ্বে নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠুক। এখন ইন্ডিয়া মানেই রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম। লালকেল্লা থেকে যথারীতি সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মোদি বলেন, আজ বিশ্বের মধ্যে অন্যতম মজবুত অর্থনীতি ভারতের। লগ্নিকারীরা ভারতে ব্যবসা বাড়াতে আগ্রহী। গত চার বছরে আমূল পালটেছে দেশের ছবি। আজ মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে অনেকটা এগিয়ে ভারত। ২০২২-এর মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে দেশ। এদিন নোট বাতিলের সমর্থনেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, দেশবাসী নোট বাতিলের প্রয়োজনীয়তার কথা বুঝতে পারছেন। সরকারের সমস্ত সিদ্ধান্তই সাধারণ মানুষ ও কৃষকদের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও দেশবাসীকে শুভেচ্ছা জানান৷

The post স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোদি-মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement